Advertisement
১৬ জুন ২০২৪

পথ দুর্ঘটনায় মৃত কর্নাটকের ৮ স্কুলপড়ুয়া

সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনায় মারা গেল কর্নাটকের আট স্কুলপড়ুয়া। আহত ১২। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত আট জনের নাম, নিকিতা, অনন্যা, সেলিস্তা, অ্যান্সিটা, অ্যালভিটা, রোস্টেন, ডেলভিন ও ক্ল্যারিসা।

সংবাদ সং‌স্থা
শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ১৯:৫৮
Share: Save:

সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনায় মারা গেল কর্নাটকের আট স্কুলপড়ুয়া। আহত ১২। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত আট জনের নাম, নিকিতা, অনন্যা, সেলিস্তা, অ্যান্সিটা, অ্যালভিটা, রোস্টেন, ডেলভিন ও ক্ল্যারিসা।

পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু থেকে মাত্র চারশো কিলোমিটার দূরে কুন্দাপুর দিয়ে যাচ্ছিল একটি মারুতি ওমনি ভ্যান। ভ্যানের ভিতরে ছিল ডন বস্কো স্কুলের ছাত্রছাত্রীরা। কুন্দাপুরের উদিপি এলাকার ওই স্কুলে যাচ্ছিল তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টো দিক থেকে আসা একটি বাস সজোরে এসে ভ্যানের গায়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তুবড়ে যায় ওই ভ্যানটি। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয় পড়ুয়ারা। আহতদের সঙ্গে সঙ্গে স্থানীয় মনিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আট জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিদের চিকিৎসা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE