উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে আবার জঙ্গিবিরোধী অভিযান শুরু করল পুলিশ এবং আধাসেনার যৌথবাহিনী। বৃহস্পতিবার রাত থেকে মায়ানমার সীমান্তবর্তী এলাকায় শুরু হওয়া ওই অভিযানে গ্রেফতার করা হয়েছে আট জঙ্গিকে।
পুলিশ জানিয়েছে ধৃতেরা চারটি নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর সদস্য। রাজ্যের তিন জেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ইম্ফল পশ্চিম জেলার মহারাবি থেকে শুক্রবার রাতে বামপন্থী সশস্ত্র গোষ্ঠী প্রিপাক (ভিসি-রেড আর্মি)-এর এক সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। কাকচিং জেলার উমাথেল এলাকা থেকে ধরা হয়েছে আর এক সশস্ত্র গোষ্ঠী সোরেপার দুই সদস্যকে। তার আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত অভিযানে ইম্ফল পশ্চিম জেলার কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিডব্লিউজি)-র তিন এবং কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (তাইবাঙ্গানবা)-র দুই ক্যাডারকে গ্রেফতার করে যৌথবাহিনী।
আরও পড়ুন:
মণিপুরের সমতলের জেলাগুলির বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরেই কট্টরপন্থী কমিউনিস্ট গেরিলা সংগঠনগুলির তৎপরতা রয়েছে। ২০২৩ থেকে শুরু হওয়া গোষ্ঠীহিংসা পর্বে তাদের কার্যকলাপ কিছুটা স্তিমিত হয়ে পড়লেও সম্প্রতি আবার অতিবাম তৎপরতা শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে গত দু’বছর ধরে উত্তাল মণিপুর। এই অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে চিনপন্থী জঙ্গিগোষ্ঠীগুলি সেখানে গোপনে শক্তি সঞ্চয় করেছে বলে মনে করা হচ্ছে। এই তালিকায় অন্যতম ‘পিপল্স রেভলিউশনারি পার্টি অফ কাংলেইপাক’ (প্রিপাক) এবং ‘ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’ (ইউএনএলএফ)।