Advertisement
E-Paper

প্রধান শিক্ষকের নামে ‘কুকথা’, ৮৮জন ছাত্রীকে নগ্ন করে শাস্তি দিল স্কুল

শুধু জোর করে পোশাক খোলানোই নয়, সঙ্গে ওই ছাত্রীদের উদ্দেশ্য করে ব্যবহার করা হল কুরুচিকর শব্দও।নিগৃহীত ওই ছাত্রীরাষষ্ঠ ও সপ্তম শ্রেণির বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ১২:০৪
—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

ছোট একটি কাগজের টুকরোয় প্রধান শিক্ষকের নামে কোনও কুরুচিকর মন্তব্য লিখেছিল এক ছাত্রী। সেই ‘অপরাধ’-এ গোটা স্কুলের ছাত্রীদের সামনে নগ্ন করে চরম শাস্তি দেওয়া হল ৮৮ জন ছাত্রীকে। শুধু জোর করে পোশাক খোলানোই নয়, সঙ্গে ওই ছাত্রীদের উদ্দেশ্য করে ব্যবহার করা হল কুরুচিকর শব্দও। নিগৃহীত ওই ছাত্রীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বলে জানা গিয়েছে। গত ২৩ নভেম্বর ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলারসাগালি গ্রামের কস্তুরবা গাঁধী বালিকা বিদ্যালয়ে।

অভিযোগ, ছাত্রীদের মধ্যে কে বা কারা স্কুলের প্রধান শিক্ষক ও এক ছাত্রীর নাম করে কুরুচিকর কথা লিখেছিল। সেই কাগজটি কোনওভাবে শিক্ষকদের হাতে পড়ে। কিন্তু কে এই কাজ করেছে তা জানাতে অস্বীকার করে ছাত্রীরা। তখনই বিদ্যালয়ের দু’জন অ্যাসিট্যান্ট শিক্ষক ও একজন জুনিয়র শিক্ষক ছাত্রীদের স্কুল ড্রেস খুলিয়ে শাস্তি দেন। সঙ্গে ছাত্রীদের উদ্দেশ্যে অপভাষাও প্রয়োগ করা হয়।

আরও পড়ুন: ‘আমি পড়তেই চাই, কিন্তু বেচে দেবে মা’

ঘটনাটি জানাজানি হতেই নড়েচড়ে বসে ‘অল সাগালি স্টুডেন্টস ইউনিয়ন’ (এএসএসইউ)। এরপর গত ২৭ নভেম্বর এএসএসইউ-এর তরফে স্থানীয় থানায় ওই তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পাপুম পারের পুলিশ সুপার তুম্মে আমো জানান, মামলাটি ইটানগর মহিলা থানায় স্থানান্তরিত করা হয়েছে। ওই ছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলাও শুরু হয়েছে।

আরও পড়ুন: গয়না বেচে চিকিৎসা কর, অনুরোধ বৃদ্ধার

‘অল পাপুম পারে ডিস্ট্রিক্ট স্টুডেন্টস ইউনিয়ন’ (এপিপিডিএসইউ)-এর তরফেও নিগৃহীত ছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে স্কুলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার নিন্দা করেছে এএসএসইউ এবং এপিপিডিএসইউ। এই ধরনের ঘটনা শিশু মনে খারাপ প্রভাব ফেলতে পারে বলে ঘটনার অত্যন্ত নিন্দা করেছে অরুণাচল প্রদেশ কংগ্রেস কমিটিও।

Punishment Arunachal Pradesh অরুণাচল প্রদেশ Kasturba Gandhi Balika Vidyalaya undress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy