সিপি রাধাকৃষ্ণনকে এনডিএ শিবিরের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার পরে এক দিন পেরিয়ে গেলেও নিজেদের প্রার্থীর নাম জানাতে পারেনি বিরোধী ইন্ডিয়া শিবির। কিন্তু এই চব্বিশ ঘণ্টায় এনডিএ-র শরিক না হওয়া সত্ত্বেও ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন নিশ্চিত করে ফেলেছেন এনডিএ জোটের পক্ষে দৌত্যের দায়িত্বে থাকা রাজনাথ সিংহ। আজ কংগ্রেস, ডিএমকের মতো দলগুলির সঙ্গেও কথা বলেছেন তিনি।
গত কাল অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র তথা ওবিসি নেতা সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি। তার পরেই রাজনাথকে বিরোধী এবং কোনও জোটেই নেই এমন দলগুলির সঙ্গে কথা বলতে দায়িত্ব দেয় দল। সূত্রের মতে, আজ কংগ্রেস ছাড়াও ওড়িশার বিজেডি, তামিলনাড়ুর ডিএমকে ও অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের মতো বড় দলগুলির সঙ্গে কথা বলেন রাজনাথ। এর মধ্যে ১১ জন সাংসদ থাকা ওয়াইএসআর কংগ্রেস এনডিএ প্রার্থীকে সমর্থন দেবে বলে আশ্বাস দিয়েছে। অন্য দিকে রাধাকৃষ্ণনকে সমর্থন করার জন্য ডিএমকে-র কাছে রাজনাথ অনুরোধ করলেও, ভোটমুখী তামিলনাড়ুতে এটা করা কঠিন স্ট্যালিনের পক্ষে। আজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গেও কথা হয়েছে রাজনাথের। তৃণমূল সূত্রের মতে, তাঁদের কাছে এখনও রাজনাথের ফোন আসেনি।
আজ মহারাষ্ট্র থেকে দিল্লি এসে পৌঁছন রাধাকৃষ্ণন। তাঁকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু। পরে রাতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর বাড়িতে এনডিএ-র শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে তাঁদের সমর্থন চান রাধাকৃষ্ণন।রাধাকৃষ্ণনকে প্রার্থী করে এখন স্বস্তিতে বিজেপি নেতৃত্ব। দলের বক্তব্য, উপরাষ্ট্রপতির সবথেকে বড় দায়িত্ব হল রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে সংসদের উচ্চ কক্ষের সুষ্ঠু পরিচালনা করা। যে দায়িত্ব পালনে কার্যত ব্যর্থ হয়েছিলেন জগদীপ ধনখড়। এর পিছনে ধনখড়ের আগ্রাসী মনোভাবকেই দায়ী করেছেন দলের নেতারা।
বিজেপির এক নেতা বলেন, ‘‘সব দলের সঙ্গে সমান ভাবে ব্যবহার করে তিনি সুষ্ঠু ভাবে রাজ্যসভা চালাবেন বলেই আশা করছে দল।’’ ধনখড় রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকার সময়ে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। প্রায় চারটি রাজ্যের রাজ্যপালের দায়িত্ব সামলানো রাধাকৃষ্ণন বিরোধীদের সঙ্গে সুসম্পর্ক রাখায় বিশ্বাসী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)