স্ত্রীর সঙ্গে ঝগড়া। রাগে বাড়ি থেকে বেরিয়ে নদীতে ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁকে বাঁচাতে তাঁরই এক আত্মীয় নদীতে ঝাঁপ দেন। তবে শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি। জলে ডুবে প্রাণ হারান তিনি! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ে।
শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দেন অনুপম তিওয়ারি। তাঁকে জলে ঝাঁপ দিতে দেখে অনুপমের এক আত্মীয় শিবম উপাধ্যায় জলে নামেন। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই তিনিও তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। নদীতে নামানো হয় ডুবুরি। কিন্তু রাতে তাঁরা কাউকেই উদ্ধার করতে পারেননি। শনিবার ভোর থেকে আবার খোঁজ শুরু হয়। প্রায় ১২ ঘণ্টা পর জলের তলা থেকে নিথর শিবমের দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। তবে এখনও খোঁজ মেলেনি অনুপমের।
উদ্ধারকারী দলের এক আধিকারিক জিতেন্দ্র সিংহ বলেন, ‘‘আমরা রাত দেড়টা নাগাদ খবর পাই। ভোর থেকেই উদ্ধারের কাজে নামি। ১২ জনের ওই দল নদীর বিভিন্ন জায়গায় খোঁজ করে। বিকেলের দিকে এক জনের দেহ উদ্ধার হয়েছে।’’
লখনউয়ের মাউ এলাকার বাসিন্দা অনুপম পেশায় এক জন আইনজীবী। এক আত্মীয়ের কথায়, ‘‘রাতের খাবার পর প্রতিদিনই অনুপম নদীর ধারে হাঁটতে আসেন। শুক্রবার রাতেও এসেছিলেন। সঙ্গে ছিলেন শিবমও। হঠাৎই নদীতে ঝাঁপ দেন অনুপম। তাঁকে জলে ঝাঁপ দিতে দেখে বাঁচাতে জলে নেম পড়েন শিবমও।’’ কী কারণে জলে ঝাঁপ দিলেন অনুপম? পারিবারিক সূত্রে খবর, শুক্রবার কাজ থেকে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে কোনও কারণে অশান্তি হয়। তর্কাতর্কির মধ্যে অনুপম বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁকে এমন অবস্থায় বার হতে দেখে সঙ্গে যান শিবমও। তার পরই ঘটে এই কাণ্ড। শিবম সম্পর্কে অনুপমের ভাই হন।