পর পর কটূক্তি। একের পর এক ক্ষুরধার বাক্যবাণে বিদ্ধ হয়ে চলেছেন কয়েক জন সেনা জওয়ান। প্রত্যেকেরই পরণে সেনার পোশাক। মুখে স্মিত হাসি।
যিনি বাক্যবাণ বর্ষণ করে চলেছেন তিনি এক জন যুবক। মাঝে মাঝেই তেড়ে যাচ্ছেন জওয়ানদের দিকে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ।
ঘটনাস্থল দিল্লি মেট্রো। ঘটনাটি ঘটেছে বেশ কয়েকদিন আগেই। সোশ্যাল মিডিয়ার হাত ধরে সম্প্রতি যা ভাইরাল হয়ে গিয়েছে।