ঝাড়খণ্ডে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল আরও এক মাওবাদী নেতার! সোমবার বেশি রাতের দিকে ঝাড়খণ্ডের পালামু জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। ওই অভিযানেই মৃত্যু হয় এক মাওবাদী নেতার। তাঁর পরিচয় সরকারি ভাবে এখনও প্রকাশ করা হয়নি। তবে পুলিশ সূত্রে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দেহটি অন্যতম শীর্ষ মাওবাদী কমান্ডার তুলসী ভুঁইয়ার। অভিযানে রাইফেল-সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
গত কয়েক দিন ধরে ঝাড়খণ্ডে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। সাম্প্রতিক অভিযানে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে। সোমবারও এক জনের মৃত্যু হয়েছে। সোমবারের অভিযানে নিহত মাওবাদীর নাম মণীশ যাদব। লাতেহার জেলায় এক অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাঁর। মণীশের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। এ বার লাতেহার সংলগ্ন পালামু জেলাতেও মাওবাদী দমন অভিযানে সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। পিটিআই সূত্রে খবর, সোমবার বেশি রাতের দিকে ওই অভিযানে জখম হয়েছেন আরও এক মাওবাদী নেতা। জখম ওই মাওবাদী নেতার মাথার দাম ১৫ লক্ষ টাকা।
যদিও সরকারি ভাবে এই অভিযানে নিহত এবং আহত মাওবাদী নেতাদের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। পালামু জেলার ডিআইজি ওয়াইএস রমেশ জানিয়েছেন, গুলির লড়াইয়ের পরে এক মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। মৃত মাওবাদীর দেহ শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। অপর এক মাওবাদী নেতার গুলিবিদ্ধ হওয়ার তথ্যও এখনও নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন ডিআইজি। তবে পুলিশের অপর এক আধিকারিক পিটিআইকে জানিয়েছেন, ওই অভিযানে শীর্ষ মাওবাদী কমান্ডার তুলসীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
ঝাড়খণ্ড গত কয়েক দিনের অভিযানে এক মাওবাদী নেতা কুন্দন সিংহ খারওয়ারকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা। ওই মাওবাদী নেতার থেকে দু’টি স্বয়ংক্রিয় রাইফেল এবং কার্তুজ উদ্ধার হয়েছিল। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, মণীশ এবং কুন্দন উভয়েই গত ১২ বছর ধরে সক্রিয় ছিলেন এলাকায়। মণীশের বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। কুন্দনের বিরুদ্ধে রয়েছে ২৭টি মামলা।