দিল্লির বিজেপি সরকার মহিলাদের বঞ্চনার নীতি নিয়ে এগোচ্ছে বলে সরকার গড়ার এক দিনের মাথায় অভিযোগে সরব হল বিরোধী দল আমআদমি পার্টি।
গতকাল দুপুরে শপথ নেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও তাঁর মন্ত্রিসভার বাকি ছয় সদস্য। সন্ধ্যায় প্রথম বৈঠকে নতুন মন্ত্রিসভা একাধিক সিদ্ধান্ত নেয়। এ বারের ভোট প্রচারে বিজেপি দাবি করেছিল, দিল্লিতে ক্ষমতায় এলে রাজধানীর মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে ভাতা দেবে সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে কেন দিল্লির বিজেপি সরকার মহিলাদের সেই প্রকল্পে ছাড়পত্র দেয়নি, সেই প্রশ্ন তুলে আজ সরব হন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশী। তাঁর বক্তব্য, ‘‘ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি ভাঙতে শুরু করেছে বিজেপি। খুব দুঃখের যে এক জন মহিলা মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসেই মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলেন।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোড়া থেকে খয়রাতির রাজনীতির বিরোধিতা করলেও দিল্লিতে ক্ষমতায় আসতে মহিলাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিজেপি নেতৃত্ব। কিন্তু ওই সিদ্ধান্ত রূপায়িত করতে হলে বিপুল অর্থ দিল্লি সরকারের কোষাগার থেকে গলে যাবে। তাই ধীরেসুস্থে পা ফেলার পক্ষপাতী নতুন সরকার। কিন্তু এ নিয়ে সরব হয়ে আজ দিল্লি সরকারকে অস্বস্তিতে ফেলে আপ। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বলেন, “দিল্লির চিন্তা এখন থেকে আমরা করব। আপের কোনও অধিকার নেই এ নিয়ে প্রশ্ন তোলার। দিল্লিবাসীর যা প্রাপ্যই তা অবশ্য তাঁদের দেওয়া হবে।”
গত কাল মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দিল্লিতে আয়ুষ্মান যোজনা চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন রেখা গুপ্তরা। ওই প্রকল্প কী ভাবে রূপায়ণ করা হবে, তার প্রশিক্ষণ শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে ৬.৫৪ লক্ষ ব্যক্তিকে ওই যোজনার অন্তর্ভুক্ত করা হবে। ৭০ বছরের বেশি বয়সিরা শর্তহীন ভাবে ওই প্রকল্পের সুযোগ পাবেন। সব মিলিয়ে দিল্লির আয়ুষ্মান প্রকল্পের সুবিধাভোগীরা দশ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পেতে চলেছেন। এর মধ্যে কেন্দ্র ও রাজ্য যথাক্রমে পাঁচ লক্ষ টাকা করে সাহায্য দেবে। দিল্লির ৬৬টি হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। ফলে গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যারা এখনও ওই প্রকল্পের বাইরে রইল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)