সুস্বাস্থ্য কামনায় প্রধানমন্ত্রীর ছবি মা দুর্গার পায়ের নীচে রাখার যে ফরমান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত দিয়েছিলেন, তা নিয়ে আজ বিরোধী আপ দলের নেতা সৌরভ ভরদ্বাজ প্রশ্ন তোলেন, তা হলে কি এ বার বাঙালিদের মা দুর্গার সঙ্গে মোদীর পুজোও করতে হবে? বিষয়টি নিয়ে মুখে কুলুপ রাজ্য বিজেপির।
গত শনিবার দিল্লির দুর্গাপুজো ও রামলীলা কমিটিগুলির সঙ্গে বৈঠকে করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। বৈঠকে তিনি দিল্লির পুজোগুলিকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়ে ১২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ছাড়ের ঘোষণা করেন। এর পরেই রেখা বলেন, ‘‘১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সে দিন থেকে ২ অক্টোবর, দশমী পর্যন্ত দল ও সরকার সেবাপক্ষ চালাবে।’’ পুজো কমিটিগুলিকেও সেবামূলক কাজ করার পরামর্শ দিয়ে রেখা বলেন, ‘‘প্রধানমন্ত্রীর ছবি মা দুর্গার পায়ের কাছে রাখুন। যাতে তিনি মা দুর্গার আশীর্বাদ পেতে পারেন।’’
মুখ্যমন্ত্রীর ওই নিদানের প্রতিবাদে সরাসরি মুখ খুলতে চায়নি কোনও পুজো কমিটিই। অধিকাংশই মধ্যপন্থা নিয়ে এগোনোর পক্ষপাতী। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এর থেকেই বোঝা যাচ্ছে, পুজোকে বিজেপি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আর সৌরভ ভরদ্বাজের মতে, ‘‘বাঙালি ভাইবোনদের কি মা দুর্গার সঙ্গে মোদীকেও পুজো করতে হবে? ১২০০ ইউনিট মানে বারো হাজার টাকা দিয়ে বাঙালি অস্মিতা কিনতে চাইছে বিজেপি। এত সোজা নয়!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)