Advertisement
০৩ অক্টোবর ২০২৩
Manish Sisodia

অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়েও দেখা হল না! ৭ ঘণ্টা পর আবার তিহাড় জেলে ফিরলেন সিসৌদিয়া

পুলিশের ঘেরাটোপে ৭ ঘণ্টা বাড়িতে অপেক্ষা করে আবার তিহাড় জেলে ফিরতে হল আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে।

AAP Leader Manish Sisodia

মণীশ সিসৌদিয়া। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ২০:৫৪
Share: Save:

অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে আদালতের কাছ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। কিন্তু পুলিশের ঘেরাটোপে ৭ ঘণ্টা বাড়িতে অপেক্ষা করে আবার তিহাড় জেলে ফিরতে হল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে। কারণ, তাঁর স্ত্রীর শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় ধৃত সিসৌদিয়া জেল থেকে বাড়িতে পৌঁছনোর আগে তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাড়িতে গিয়ে ৭ ঘণ্টা ছিলেন সিসৌদিয়া। তার পর আবার তাঁকে তিহাড় জেলে নিয়ে চলে যায় পুলিশ। সকাল ১০টায় দিল্লির মথুরা রোডের বাড়িতে যান আপ নেতা সিসৌদিয়া। সন্ধ্যা ৫টা পর্যন্ত বাড়িতে ছিলেন।

স্ত্রীর অসুস্থতার কথা বলে ৬ সপ্তাহের জন্য জামিন চেয়েছিলেন সিসৌদিয়া। কিন্তু তা গ্রাহ্য হয়নি। দিল্লি হাই কোর্টের বিচারপতি দীনেশকুমার শর্মা তিহাড়ের সুপারকে নির্দেশ দেন, তিনি যেন সিসৌদিয়াকে নিয়ে তাঁর বাড়িতে যান। তবে হাই কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, ওই সময়ের মধ্যে সিসৌদিয়া পরিবারের লোক ছাড়া আর কারও সঙ্গে কথা বলতে পারবেন না। সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলা নিষেধ। ব্যবহার করতে পারবেন না মোবাইল ফোন বা ইন্টারনেটও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE