দিল্লির সদ্য বরখাস্ত হওয়া মন্ত্রী সন্দীপ কুমারকে গ্রেফতার করল পুলিশ। নাটকীয়ভাবে সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন সেই মহিলাই, যাঁকে সন্দীপের সঙ্গে দেখা গেছে আম আদমি পার্টির অন্দরে ঝড় তোলা সেই সেক্স-সিডিতে। আউটার দিল্লির সুলতানপুরি থানায় গতকাল, শনিবার অভিযোগ দায়ের করেন ওই মহিলা। রাতের দিকে পুলিশ গ্রেফতার করে সন্দীপকে।
মহিলার অভিযোগ, তাঁর একটা রেশন কার্ড করে দেওয়ার জন্য তিনি সন্দীপকে বলেছিলেন। এবং তারপরই পড়ে গিয়েছিলেন ফাঁদে। অভিযোগ অনুযায়ী, সন্দীপ ওই মহিলাকে একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে কিছু একটা খাইয়ে তাঁকে আচ্ছন্ন করে ফেলেন। নেশাচ্ছন্ন অবস্থায় ধর্ষণ করেন তাঁকে।
মহিলার দাবি, এটা যে ঠিক কাজ হচ্ছে না তা বারবার তিনি বলেছিলেন। কিন্তু সন্দীপ তাতে কর্ণপাত করেননি। কিন্তু গোটা ঘটনার ছবি যে ক্যামেরায় তোলা হচ্ছে তা একেবারেই বুঝতে পারেননি বলে দাবি অভিযোগকারী মহিলার। পুলিশও জানাচ্ছে, ভিডিও-টি তোলা হয়েছিল গোপন ক্যামেরায়।
মহিলা জানিয়েছেন, সন্দীপের বাড়ির খুব কাছেই থাকেন তিনি। তিনি বিবাহিতা এবং সন্তানও আছে। ১১ মাস আগের ওই ঘটনার পর সন্দীপ তাঁর রেশন কার্ডের ব্যবস্থাও করে দেন। কিন্তু দ্বিতীয়বার তিনি সন্দীপের ‘ফাঁদে’ জড়াননি বলেও দাবি করেছেন অভিযোগকারিণী।
আরও পড়ুন