Advertisement
০১ মে ২০২৪

বিক্ষুব্ধদের আরও চাপ আপের

দলবিরোধী কাজের অভিযোগে প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদব ও আনন্দ কুমারকে দল থেকে বহিষ্কারের পথে আর এক ধাপ এগিয়ে গেল আম আদমি পার্টি (আপ)। ওই তিন নেতা কেন দলবিরোধী কাজ করছেন তা জানতে চেয়ে গত কাল শো-কজ নোটিস পাঠিয়েছিলেন আপ নেতৃত্ব। কিন্তু বিক্ষুব্ধ নেতাদের হাতে ওই নোটিস পৌঁছনোর আগেই যে ভাবে তা সংবাদমাধ্যমের কাছে ফাঁস হয়ে গিয়েছে, সেটা রসিকতা ছাড়া আর কিছু নয় বলে বলে আজ মন্তব্য করেছেন যোগেন্দ্র যাদব।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৫ ০২:১৭
Share: Save:

দলবিরোধী কাজের অভিযোগে প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদব ও আনন্দ কুমারকে দল থেকে বহিষ্কারের পথে আর এক ধাপ এগিয়ে গেল আম আদমি পার্টি (আপ)।

ওই তিন নেতা কেন দলবিরোধী কাজ করছেন তা জানতে চেয়ে গত কাল শো-কজ নোটিস পাঠিয়েছিলেন আপ নেতৃত্ব। কিন্তু বিক্ষুব্ধ নেতাদের হাতে ওই নোটিস পৌঁছনোর আগেই যে ভাবে তা সংবাদমাধ্যমের কাছে ফাঁস হয়ে গিয়েছে, সেটা রসিকতা ছাড়া আর কিছু নয় বলে বলে আজ মন্তব্য করেছেন যোগেন্দ্র যাদব। তাঁর কথায়, ‘‘ শো-কজের বিষয়টি আমরা সংবাদমাধ্যম থেকে জানতে পারি। এটা রসিকতা ছাড়া আর কীই বা হতে পারে।’’

গত কাল আপের শৃঙ্খলারক্ষা কমিটি ওই তিন নেতাকে শো-কজ নোটিস পাঠায়। কিন্তু যোগেন্দ্রের অভিযোগ, গোটা ব্যাপারটিতে ধোঁয়াশা রয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান দীনেশ ওয়াঘেলা বর্তমানে দিল্লির বাইরে। তাঁর অজান্তে গোটা প্রক্রিয়াটি কী ভাবে সম্পন্ন হল তা নিয়ে আজ প্রশ্ন তোলেন যোগেন্দ্র। তিনি বলেন, ‘‘গত কালই আমার সঙ্গে দীনেশের কথা হয়েছে। তিনি দিল্লির বাইরে থাকায় এ বিষয়ে কিছু জানেন না। চেয়ারম্যানকে অন্ধকারে রেখে নোটিস জারি হয়ে গিয়েছে।’’ ফলে আদৌ তাঁরা ওই চিঠির জবাব দেবেন কিনা তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন যোগেন্দ্র।

বিক্ষুব্ধ নেতারা বিষয়টি নিয়ে গড়িমসি করার পরিকল্পনা নিলেও আপ শিবির তাঁদের কোনও বাড়তি সময় দিতে নারাজ। দলের বক্তব্য, দু’দিনের মধ্যে বিক্ষুব্ধ নেতাদের জবাব দিতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে জবাব না এলে দল পরবর্তী পদক্ষেপ করতে বাধ্য হবে। সরকারি ভাবে দল মুখ না খুললেও আপ সূত্রের খবর, এ বার বিক্ষুব্ধদের বহিষ্কার করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE