Advertisement
২১ মে ২০২৪

জেএনইউ হতে দেব না, বলছে এবিভিপি

আর একটা জেএনইউ চাই না। উত্তরপ্রদেশের বরেলী কলেজে দাঁড়িয়ে এমন দাবিই জানালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যরা।

সংবাদ সংস্থা
বরেলী শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০৩:৩০
Share: Save:

আর একটা জেএনইউ চাই না। উত্তরপ্রদেশের বরেলী কলেজে দাঁড়িয়ে এমন দাবিই জানালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যরা।

গত কাল এম জে পি রুহেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বরেলী কলেজের একটি সেমিনারে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত অধ্যাপক রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) প্রতিষ্ঠাতা এম এস গোলওয়ালকর এবং প্রধান মোহন ভাগবত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলেন এবিভিপি সদস্যেরা। তাই নিয়েই শুরু হয় গোলমাল। ক্যাম্পাসে চেয়ার-টেবিল ভাঙচুরের পাল্টা অভিযোগ ওঠে এবিভিপি সদস্যদের বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, চৌথিরাম যাদব নামে ওই অবসরপ্রাপ্ত অধ্যাপক যা মন্তব্য করেছেন তার জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।

এবিভিপি-র ক্ষোভের জেরে শেষ পর্যন্ত আয়োজকদের ওই সেমিনার বাতিল করে দিতে হয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় যাদবকেও। পুলিশ জানিয়েছে, ওই অবসরপ্রাপ্ত অধ্যাপকের বিরুদ্ধে রবিবার রাতেই এফআইআর দায়ের করা হয়েছে। তবে চৌথিরামের বক্তব্যের বিষয় কী ছিল, তা জানা যায়নি। পরে তিনি ক্ষমা চেয়ে বলেছেন, ‘‘মোহন ভাগবতের নাম উল্লেখই করিনি। তাতেও যদি আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকেন, আমি ক্ষমাপ্রার্থী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bareilly college ABVP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE