অমরাবতীর রসায়নবিদ উমেশ কোলহেকে খুন করে বিরিয়ানি খেয়ে উদ্যাপন করেছিলেন অভিযুক্তেরা। শুক্রবার মুম্বইয়ের একটি বিশেষ আদালতে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এনআইএ-র তরফে অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হয়। এর পরই ১২ অগস্ট পর্যন্ত অভিযুক্তদের এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। অভিযুক্ত মৌলভি মুশফিক আহমেদ এবং আব্দুল আরবাজকে বুধবার অমরাবতী থেকে গ্রেফতার করা হয়।
এনআইএ দাবি করেছে, খুন করার পরে অভিযুক্তেরা ‘বিরিয়ানি পার্টি’র আয়োজন করেছিলেন। সেখানেই উপস্থিত ছিলেন মুশফিক এবং আব্দুল। এই ‘বিরিয়ানি পার্টি’-তে আর কে কে উপস্থিত ছিলেন, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে বলে এনআইএ-র তরফে আদালতে জানানো হয়েছে।
এনআইএ আধিকারিকরা আরও জানান, খুনের পর এই ঘটনার ‘মাস্টারমাইন্ড’ শেখ ইরফানের সঙ্গে কথাও বলেন অভিযুক্ত মুশফিক।