Advertisement
E-Paper

গোয়ায় নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! জড়িত ছিলেন মন্ত্রী এবং আমলাও, দাবি অভিযুক্তের, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

গত বছরের অক্টোবরে গোয়ায় টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। এই মামলায় গ্রেফতার হওয়া অন্যতম অভিযুক্ত ছিলেন পূজা নায়েক। শুক্রবার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে পূজা দাবি করেছেন, গোয়া মন্ত্রিসভার এক মন্ত্রী, এক আমলা এবং এক ইঞ্জিনিয়ারও এই দুর্নীতিতে জড়িত ছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৬:৩০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গোয়ায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নয়া মোড়! এ বার রাজ্যের মন্ত্রী এবং এক বরিষ্ঠ আমলার বিরুদ্ধে চাকরি দুর্নীতি চক্রে জড়িত থাকার অভিযোগ তুললেন মামলার অন্যতম এক অভিযুক্ত। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে ওই অভিযোগ তুলেছেন তিনি। এর পরেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্তও।

গত বছরের অক্টোবরে গোয়ায় টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। এই মামলায় গ্রেফতার হওয়া অন্যতম অভিযুক্ত ছিলেন পূজা নায়েক। শুক্রবার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে পূজা দাবি করেছেন, গোয়া মন্ত্রিসভার এক মন্ত্রী, এক আমলা এবং এক ইঞ্জিনিয়ারও এই দুর্নীতিতে জড়িত ছিলেন। চাকরিপ্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন তাঁরা। এখনও প্রায় ১৭ কোটি টাকার কোনও খোঁজ মেলেনি। সেই টাকা ওই তিন অভিযুক্ত আত্মসাৎ করেছেন বলেও দাবি করেন পূজা।

পূজার আরও দাবি, ‘উপরমহল’ এবং চাকরিপ্রার্থীদের মধ্যে তিনি মাধ্যম হিসাবে কাজ করতেন মাত্র। তাঁদের নির্দেশেই চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিতেন পূজা। অথচ এই টাকার প্রায় কিছুই তিনি পেতেন না। সবটাই যেত মন্ত্রী, আমলা ও তাঁদের সহযোগীদের কাছে। এ বিষয়ে রবিবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ বলেন, ‘‘পূজার বক্তব্যকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। শীঘ্রই একজন ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপস্থিতিতে তাঁর বয়ান সংগ্রহ করা হবে। তিনি মন্ত্রী-সহ জড়িতদের নাম প্রকাশ করলেই তদন্ত শুরু হবে। তদন্তে যদি দোষীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তা হলে কড়া পদক্ষেপ করা হবে।’’

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গত বছরের অক্টোবরে পূজাকে গ্রেফতার করা হয়েছিল। পোন্ডা এবং বিচোলিম-সহ রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় আরও কয়েক জন গ্রেফতার হন। ওই মামলাতেই এ বার প্রকাশ্যে এল নয়া তথ্য।

Goa Recruitment Recruitment Scam Minister Pramod Sawant ias officer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy