Advertisement
১০ মে ২০২৪

অরুণাচলে আফস্পা বলবত্ সীমিত

শেষ অবধি রাজ্যবাসী ও রাজ্য সরকারের চাপে পিছু হঠল কেন্দ্রীয় সরকার। জঙ্গি দমনের জন্য অরুণাচলের ১২টি জেলায় আফস্পা লাগু করার সিদ্ধান্ত নিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেই ঘোষণার পর থেকেই আন্দোলন চলছে রাজ্যে। রাজ্য সরকার এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ১২:২৮
Share: Save:

শেষ অবধি রাজ্যবাসী ও রাজ্য সরকারের চাপে পিছু হঠল কেন্দ্রীয় সরকার। জঙ্গি দমনের জন্য অরুণাচলের ১২টি জেলায় আফস্পা লাগু করার সিদ্ধান্ত নিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেই ঘোষণার পর থেকেই আন্দোলন চলছে রাজ্যে। রাজ্য সরকার এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এমনকী মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের উপরে এ ভাবে আফস্পা চাপিয়ে দেওয়া রাজ্য সরকার মেনে নেবে না। পরে কেন্দ্র জানায়, রাজ্যের অমতে আফস্পা লাগু করা হবে না। কেন্দ্র রাজ্যের কাছে জঙ্গি দমনে বিকল্প প্রস্তাব চেয়েছিল। দু’পক্ষে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে: ১২টি নয়, রাজ্যের ৯টি জেলার অসম সীমানাবর্তী ৩০ কিলোমিটার এলাকাকে আফস্পার আওতায় আনা হবে। এর মধ্যে পড়বে অরুণাচলের ১৬টি থানা। ইটানগরকে আফস্পার আওতা থেকে বাদ রাখা হয়। তবে আগের মতোই টিরাপ, চাংলাং ও লংডিং জেলায় পুরোপুরি আফস্পা বহাল থাকছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

afspa arunachal Asam central government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE