Advertisement
E-Paper

যান্ত্রিক গোলযোগ! এক দিনে বাতিল এয়ার ইন্ডিয়ার সাতটি বিমান, দুর্ঘটনার পর থেকে মোট ১১

একের পর এক বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। তার জেরে বাতিল হয়েছে উড়ান। শুধু মঙ্গলবারই বাতিল হয়েছে এয়ার ইন্ডিয়ার সাতটি বিমান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২১:৩২
কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে সেই এয়ার ইন্ডিয়ার বিমান। যাত্রীদের নেমে যেতে বলা হয়।

কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে সেই এয়ার ইন্ডিয়ার বিমান। যাত্রীদের নেমে যেতে বলা হয়। ছবি: পিটিআই।

উড়ানের পাঁচ মিনিটের মাথায় অহমদাবাদের লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। গত বৃহস্পতিবারের ঘটনা। বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটির গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক। সেই থেকে দুঃসময় আর কাটছে না এয়ার ইন্ডিয়ার। একের পর এক বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। তার জেরে বাতিল হয়েছে উড়ান। শুধু মঙ্গলবারই বাতিল হয়েছে এয়ার ইন্ডিয়ার সাতটি বিমান। তাঁর মধ্যে ছ’টিই ৭৮৭-৮ ড্রিমলাইনার।

অহমদাবাদের মেঘানিনগরে গত বৃহস্পতিবার ভেঙে পড়ে বিমানটি। প্রাণ হারান ২৭০ জন। তাঁদের মধ্যে ২৪১ জন ওই বিমানেই ছিলেন। কী ভাবে বোয়িং বিমানটি ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত করছে ডিজিসিএ। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ব্ল্যাকবক্সের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সেই দুর্ঘটনার পরে এয়ার ইন্ডিয়ার বিমান বিপত্তির মুখে পড়েছে বার বার। কখনও যান্ত্রিক গোলযোগের কারণে বাতিল হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। কখনও বোমাতঙ্ক কাল হয়েছে।

হংকং-দিল্লি

সোমবার হংকং থেকে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। এআই৩১৫ বিমানটি প্রায় ২২ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায়। তার পর আবার অবতরণ করে হংকং বিমানবন্দরে। এনডিভির রিপোর্ট বলছে, ‘যান্ত্রিক গোলযোগ’-এর কারণে বিমানটি আবার অবতরণ করতে বাধ্য হয়। যাত্রীদের গন্তব্যে পৌঁছোনোর ব্যবস্থা করে দিয়েছে সংস্থা। সেই বিমানটিও ছিল বোয়িং ৭৮৭-৮।

মুম্বই-অহমদাবাদ

সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মুম্বই থেকে ওড়ার কথা ছিল এআই২৪৯৩ নম্বরের বিমানটির। অহমদাবাদের পৌঁছোনোর কথা ছিল ৭টা ৫৫ মিনিটে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বিমানকর্মীদের কাজের বিধির কিছু বাধ্যবাধকতার কারণে প্রাথমিক ভাবে দেরি হয় বিমান ছাড়তে। পরে বিমানটি বাতিল হয়ে যায়।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লি-রাঁচী

সোমবার দিল্লি থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। গন্তব্য ছিল রাঁচী। কিন্তু উড়ানের কিছু ক্ষণ পরেই বোয়িং ৭৩৭ম্যাক্স৮ বিমানটি আবার ফিরে আসে দিল্লি বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, প্রযুক্তিগত গোলযোগের কারণে বিমানটি আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয়। বিষয়টি খতিয়ে দেখার পরে আবার উড়ে যায় বিমানটি।

ফুকেত-নয়াদিল্লি

গত শুক্রবার ফুকেত থেকে দিল্লির উদ্দেশে উড়েছিল এআই৩৭৯ বিমান। কিন্তু ওড়ার কিছু ক্ষণ পরে আবার তাইল্যান্ডের দ্বীপেই ফিরে আসে বিমানটি। রয়টার্স সূত্রে জানা গিয়েছে, এআই৩৭৯ বিমানটিতে সওয়ার ছিলেন ১৫৬ জন যাত্রী। ওই বিমানের শৌচালয় থেকে একটি চিরকূট উদ্ধার হয়, যাতে হুমকি দেওয়া হয়েছিল। তার পরেই বিমানটি ফিরে যায় ফুকেতে।

দিল্লি-দুবাই

এআই৯১৫ নম্বরের বিমানটির মঙ্গলবার দিল্লি থেকে দুবাই উড়ে যাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় বিমান। সংস্থার তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বাতিল হয়েছে।

দিল্লি-ভিয়েনা

এআই১৫৩ বিমানটি দিল্লি থেকে মঙ্গলবার ভিয়েনার উদ্দেশে ওড়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত গোলযোগে কারণে তা বাতিল হয়েছে।

দিল্লি-প্যারিস

এআই১৪৩ বিমানটি দিল্লি থেকে ওড়ার কথা ছিল মঙ্গলবার। গন্তব্য ছিল প্যারিস। সেই বিমানটিও বাতিল হয়েছে। উড়ানের আগে বিমানের প্রযুক্তি খতিয়ে দেখা হচ্ছিল। সে সময় যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে বলে খবর।

অহমদাবাদ-লন্ডন

গত বৃহস্পতিবারের দুর্ঘটনার পরে মঙ্গলবার প্রথম অহমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে ওড়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানের। দুপুর ১টা ১০ মিনিটে বিমানটি ছাড়ার কথা ছিল। দুর্ঘটনার পরে এআই১৭১-এর নাম বদলে এআই১৫৯ করা হয়েছিল। সেই উড়ান বাতিল হল।

লন্ডন-অমৃতসর

এআই১৭০ বিমানটি লন্ডন থেকে মঙ্গলবার অমৃতসরের উদ্দেশে ওড়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল হয়। কারণ সেই যান্ত্রিক গোলযোগ।

বেঙ্গালুরু-লন্ডন

বেঙ্গালুরু থেকে লন্ডনগামী এআই১৩৩ বিমানটিও মঙ্গলবার বাতিল হয়েছে। বিমানে যান্ত্রিক সমস্যা ধরা পড়েছে বলে খবর।

সান ফ্রান্সিসকো-মুম্বই

সান ফ্রান্সিসকো থেকে উড়েছিল এআই১৭৯। কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল। মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতায় অবতরণ করে। রাত ২টোয় সেটি মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে সময় বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলোযোগ ধরা পড়ে। সে কারণে ভোর ৫টা ২০ মিনিটে যাত্রীদের বিমান থেকে নেমে যেতে বলা হয়।

Air India Cancel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy