Advertisement
০৬ মে ২০২৪
Raghav Chadha

বাংলোয় থাকার অধিকার নেই রাঘবের: কোর্ট

এই রায়ের পরে রাঘব এক বিবৃতিতে বলেছেন, ‘‘বাংলোনিয়ে বিজেপির নির্দেশে নজিরবিহীন ও একতরফা সিদ্ধান্ত নেওয়াহয়েছে। আমাকে নোটিস পর্যন্ত দেওয়া হয়নি। আমি উপযুক্ত আইনি ব্যবস্থা নেব।’’

Raghav Chadha

আপ সাংসদ রাঘব চাড্ডা। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ০৯:২৬
Share: Save:

রাজ্যসভার সচিবালয় বাংলো বরাদ্দ বাতিল করার পরে সেখানে থাকার অধিকার আপ সাংসদ রাঘব চাড্ডার নেই বলে জানাল দিল্লির আদালত। ফলে এখন তাঁকে বাংলো ছাড়তে বলতে পারে রাজ্যসভার সচিবালয়।

প্রথম বারের সাংসদ রাঘবকে গত বছরের জুলাই মাসে একটি ‘টাইপ ৬’ বাংলো বরাদ্দ করেছিল রাজ্যসভার সচিবালয়। কিন্তু তিনি একটি ‘টাইপ ৭’ বাংলো চান। গত বছরেরসেপ্টেম্বর মাসে তাঁকে দিল্লির পান্ডারা রোডে তেমন একটি বাংলো দেওয়া হয়। কিন্তু পরে সেই বাংলো বরাদ্দের নির্দেশ বাতিল করে সচিবালয় জানায়, প্রথম বারের সাংসদের ওই শ্রেণির বাংলো পাওয়ার অধিকার নেই। রাঘবকে ওই বাংলো খালি করতে বলে সচিবালয়।

এই নির্দেশের বিরুদ্ধে পাটিয়ালা হাউস কোর্টে আবেদন করেন রাঘব। প্রথমে নির্দেশ স্থগিত রাখে আদালত। কিন্তু রাজ্যসভার সচিবালয়ের বক্তব্য শোনার পরে শুক্রবার স্থগিতাদেশ তুলে নিয়ে আদালত জানিয়েছে, ‘‘রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত ওই বাংলো দখলে রাখার অধিকার আবেদনকারীর নেই। বিশেষ সুবিধে হিসেবে আবেদনকারীকে সরকারি বাসস্থান দেওয়া হয়েছে।’’

এই রায়ের পরে রাঘব এক বিবৃতিতে বলেছেন, ‘‘বাংলোনিয়ে বিজেপির নির্দেশে নজিরবিহীন ও একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাকে নোটিস পর্যন্ত দেওয়া হয়নি। আমি উপযুক্ত আইনি ব্যবস্থা নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raghav Chadha AAP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE