Advertisement
E-Paper

লোকসভার পরে এ বার সংশোধিত ওয়াকফ বিল রাজ্যসভায়, বৃহস্পতিবার ভোটাভুটিতে কী হতে পারে অঙ্ক?

বুধবার লোকসভায় ওয়াকফ বিল নিয়ে ভোটাভুটিতে মোট ৫২০ জন সাংসদ যোগ দিয়েছিলেন। বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ০৯:২২
রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়।

রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।

১২ ঘণ্টা টানা বিতর্কের পরে বুধবার মধ্যরাত পেরিয়ে পাশ হয়েছে লোকসভায়। বৃহস্পতিবার সেই বিতর্কিত সংশোধিত ওয়াকফ বিল রাজ্যসভায় পেশ করবে নরেন্দ্র মোদী সরকার। তবে বিদেশ সফরের সূচি থাকায় প্রধানমন্ত্রী মোদী রাজ্যসভায় হাজির থাকবেন না।

বুধবার লোকসভায় ওয়াকফ বিল নিয়ে ভোটাভুটিতে মোট ৫২০ জন সাংসদ যোগ দিয়েছিলেন। বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। ব্যবধান ৫৬ ভোটের। লোকসভার মতোই রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা রয়েছে শাসক জোটের। রাজ্যসভায় এনডিএ-র মোট ১২৫ জন সাংসদ রয়েছেন। ছ’টি আসন শূন্য রয়েছে। ফলে ১১৮ জন সাংসদের সমর্থন পেলেই সংসদের উচ্চ কক্ষে বিলটি পাশ করাতে পারবে শাসক জোট।

রাজ্যসভায় বিজেপির ৯৮ জন, জেডিইউ-এর চার জন, অজিত পওয়ারের এনসিপির তিন জন এবং টিডিপির দু’জন সাংসদ রয়েছেন। বিজেপির আশা, অসম গণ পরিষদ এবং তামিল মানিলা কংগ্রেসের এক জন সাংসদের সমর্থন তারা পাবে। একই ভাবে মনোনীত ছ’জন সদস্যও বিলের পক্ষে ভোট দেবেন বলে আশা পদ্মশিবিরের। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে ওই বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন মিললে ১৯৯৫ সালের ওয়াকফ আইনের নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’।

WAQF Amendment Bill Waqf Bill Waqf Board Rajya Sabha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy