যোগী-রাজকে টেক্কা দিতে চান নীতীশ কুমার।
গো-রক্ষা নিয়ে বিজেপিকে বিহারে তাই একটুও জমি ছাড়তে নারাজ শাসক জোট। তা স্পষ্ট রাজ্যে সমস্ত অবৈধ কসাইখানা বন্ধের ফরমানে। রাজ্যের পশুপালন ও মৎস্য দফতরের মন্ত্রী অবধেশকুমার সিংহ বলেন, ‘‘জেলায় জেলায় অবৈধ কসাইখানা বন্ধ করার নির্দেশ পাঠানো হয়েছে।’’ গোমূত্র থেকে ওষুধ তৈরির প্রকল্পের কথাও ভাবছে নীতীশ প্রশাসন।
উত্তরপ্রদেশের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে সে রাজ্যে অবৈধ কসাইখানায় তালা ঝুলেছে। অভিযোগ, তার জেরে উত্তরপ্রদেশের সীমানা লাগোয়া বিহারের জেলাগুলিতে অবৈধ কসাইখানা চালু হয়েছে। তা নিয়ে কোনও কোনও এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে।
জেডিইউ অন্দরমহলের খবর, গো-রক্ষা নিয়ে বিজেপিকে বিহারে রাজনীতির সুযোগ করে দিতে রাজি নন নীতীশ কুমার। কংগ্রেসও এ নিয়ে জেডিইউয়ের পাশে রয়েছে। পশুপালন দফতর সূত্রে খবর, ২০১২ সালে বিহারে পশু-হিংসা নিরোধক আইন তৈরি হয়েছিল। জেলায় জেলায় জেলাশাসকের নেতৃত্বে কমিটি রয়েছে। অবৈধ কসাইখানা বন্ধে সেই কমিটিই পদক্ষেপ করবে।
প্রশাসনিক সূত্রে খবর, বিহারে নতুন কয়েকটি গোশালা তৈরির পরিকল্পনাও করা হচ্ছে। সেখানে উৎপাদিত গোমূত্র থেকে ফিনাইল তৈরির প্রকল্পের চিন্তাভাবনা করা হচ্ছে। পশুখাদ্য কারখানাও তৈরি করতে চায় রাজ্য সরকার।