Advertisement
১৮ মে ২০২৪

রাস্তা নির্মাণ নিয়ে ক্ষোভ

ইস্ট-ওয়েস্ট করিডরের সংযোগকারী জাটিংঙ্গা-হাফলং দুই লেনের রাস্তা তৈরির কাজে যুক্ত ঠিকাদার সংস্থাকে সরানোর দাবি তুলল এন সি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম। ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ছাত্র সংগঠনটির সভাপতি ডেভিড কেভম।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ০৯:১৪
Share: Save:

ইস্ট-ওয়েস্ট করিডরের সংযোগকারী জাটিংঙ্গা-হাফলং দুই লেনের রাস্তা তৈরির কাজে যুক্ত ঠিকাদার সংস্থাকে সরানোর দাবি তুলল এন সি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম। ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ছাত্র সংগঠনটির সভাপতি ডেভিড কেভম।

তিনি জানান, জাটিঙ্গা থেকে হাফলং পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা নির্মাণের সময়সীমা ছিল ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস। কিন্তু এখনও পর্যন্ত রাস্তা কাজ ৩০ শতাংশও করা হয়নি। তাঁর অভিযোগ, রাস্তার কাজ না করেই ওই নির্মাণ সংস্থা অর্ধেকের বেশি টাকা তুলে নিয়েছে। দীর্ঘ দিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পরে থাকার পরও, রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি। জাটিঙ্গা-হাফলং সড়ক নিউহাফলং স্টেশন-সহ শিলচর-লামডিং জাতীয় সড়কের সংযোগী রাস্তা। কিন্তু বেহাল ওই রাস্তা দিয়ে যাতায়াতে প্রচণ্ড সমস্যা হচ্ছে।

ডেভিডের বক্তব্য, ডিমা হাসাও জেলায় ব্রডগেজ ও ইস্ট-ওয়েস্ট করিডরের নির্মাণকাজ করতে গিয়ে পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় বাড়ি, স্কুল ধর্মীয় স্থান, ধান খেত নষ্ট হয়। এতে জেলার প্রচুর গ্রামবাসী ক্ষতিগ্রস্থ হয়েছেন। কিন্তু জাতীয় সড়ক ও রেল কর্তৃপক্ষ সে জন্য কোনও ক্ষতিপূরণ দেয়নি। ডেভিড বলেন, ‘‘গত বছরের জুন মাসে তৎকালীন জেলাশাসকের অফিসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও রেল বিভাগের সঙ্গে বৈঠকে ঠিক হয়, ওই বছর জুলাই মাসের ২ তারিখের মধ্যে রেল ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দেবেন। কিন্তু এখনও তা করা হয়নি।’’ এ দিকে লাগাতার বৃষ্টিতে ডিমা হাসাও জেলার বিভিন্ন এলাকায় বাড়ি ধসে পড়েছে। গ্রামাঞ্চলের রাস্তা ঘাট ধসে বন্ধ হয়ে পড়েছে। কিন্তু জেলা প্রশাসন ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেছেন ডেভিড। তিনি জানান, এ নিয়ে তাঁরা রাজ্যসরকারের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন। আগামী সপ্তাহে তাঁদের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে দেখা করে এ সব সমস্যার কথা তুলে ধরে ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

construction Road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE