Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

রাতেও সফল উৎক্ষেপণ পরমাণু অস্ত্রবাহী ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্রের

শনিবার সন্ধা ৭টা ২০ মিনিটে ওড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করল ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) সহায়তায়।

প্রজাতন্ত্র দিবলের কুচকাওয়াজে দিল্লির রাজপথে ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্র। - ফাইল ছবি।

প্রজাতন্ত্র দিবলের কুচকাওয়াজে দিল্লির রাজপথে ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্র। - ফাইল ছবি।

সংবাদ সংস্থা
আবদুল কালাম দ্বীপ (ওড়িশা) শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ১৭:০৬
Share: Save:

পরমাণু অস্ত্র ছোড়ার ক্ষমতাসম্পন্ন দূর পাল্লার ‘অগ্নি-৩’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফের সফল উৎক্ষেপণ হল শনিবার। এই প্রথম রাতে পরীক্ষামূলক ভাবে ক্ষেপণাস্ত্রটিকে উৎক্ষেপণ করা হল। দেড় টন ওজনের পরমাণু অস্ত্র নিয়ে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরত্বের কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ‘অগ্নি-৩’।

শনিবার সন্ধা ৭টা ২০ মিনিটে ওড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করল ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) সহায়তায়।

সেনাবাহিনী সূত্রের খবর, ১৭ মিটার লম্বা, ২ মিটার ব্যাসের ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়েছে আবদুল কালাম দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের চার নম্বর কমপ্লেক্স থেকে। এই নিয়ে পরীক্ষামূলক ভাবে চার বার উৎক্ষেপণ হল ‘অগ্নি-৩’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের।

আরও পড়ুন- গণধর্ষণ এ বার কোয়ম্বত্তূরে, পার্কে বন্ধুকে বেঁধে রেখে সামনেই অত্যাচার, অভিযুক্ত ৬​

আরও পড়ুন- ৪০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৪’-এর সফল উৎক্ষেপণ​

এর আগে ১৬ নভেম্বর রাতে পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হয় মাঝারি পাল্লার পরমাণু অস্ত্র ছোড়ার ক্ষমতাসম্পন্ন ‘অগ্নি-২’ ক্ষেপণাস্ত্রের। এটি আঘাত হানতে পারে ২ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE