চ্যালেঞ্জ শুধুমাত্র মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছ থেকেই নয়, চ্যালেঞ্জটা এসেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কাছ থেকেও। এমনটাই মনে করে কংগ্রেস। তাই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগে মহারাষ্ট্রের দলীয় বিধায়কদের সঙ্ঘবদ্ধ থাকার আহ্বান জানালেন কংগ্রেস নেতৃত্ব। মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়কদের কাছে এমনই বার্তা দিলেন দলের নেতা আহমেদ পটেল।
মহারাষ্ট্রের বিধায়কদের কাছে আহমেদের মন্তব্য, ‘‘চ্যালেঞ্জটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের কাছ থেকেই এসেছে, তা নয়। তা এসেছে, কেন্দ্রীয় সরকার বিশেষ করে (নরেন্দ্র) মোদী এবং অমিত শাহর থেকেও। ফলে তাঁদের পরাজিত করাটা খুব প্রয়োজন।’’ দলীয় বিধায়কদের কাছে তাঁর নির্দেশ, ‘‘যে পরিস্থিতিই হোক না কেন, আমাদের একত্র থাকতে হবে, মনোবল হারালে চলবে না।’’
শনিবার প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রের দলীয় বিধায়কদের এ ভাবেই চাঙ্গা রাখার চেষ্টা করছেন আহমেদ পটেল। আহমেদ ছাড়াও তাতে রয়েছেন মল্লিকার্জুন খড়্গে, সুশীলকুমার শিন্দে, কে সি বেনুগোপালের মতো দলের র্শীষ নেতা।