অহমদাবাদে বিমান বিপর্যয়ের পর তাদের কোনও বিমানেই ১৭১ সংখ্যাটি আর ব্যবহার না-করার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাটউইকগামী বিমান এআই১৭১। ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে সেটি। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়। এক জন আরোহী বেঁচে যান। বিশ্বাসকুমার রমেশ নামে ওই যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বিমানটি বসতি এলাকায় ভেঙে পড়ে। সে কারণে ওই এলাকাতেও অনেকেই হতাহত হন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় বিমানের ২৪১ জন সওয়ারি-সহ ২৬৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
শনিবার সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, কোনও নির্দিষ্ট সংখ্যার বিমান বড়সড় দুর্ঘটনার কবলে পড়লে ওই সংখ্যা পুনরায় ব্যবহার না-করাই দস্তুর। প্রচলিত সেই রীতি মেনেই অহমদাবাদ-গ্যাটউইক বিমানের সংখ্যা বদলে দিচ্ছে এয়ার ইন্ডিয়া। ওই সূত্রের দাবি, মঙ্গলবার থেকে ওই বিমানের নম্বর এআই ১৭১-এর পরিবর্তে এআই ১৫৯ হবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও তাদের কোনও বিমানে ১৭১ সংখ্যাটি রাখছে না। আইএক্স ১৭১ সংখ্যার বিমানটির সংখ্যা পরিবর্তন করা হচ্ছে বলে ওই সূত্রটি দাবি করেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া।