আবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক ত্রুটি। গুয়াহাটির বিমানবন্দর থেকে ওড়ার পর আবার পরে বিমানটি ফিরে আসে। সেখানেই বিমানের যান্ত্রিক গোলযোগ মেরামত করেন ইঞ্জিনিয়ারেরা। তার পরে আবার সেটি রওনা দেয় গন্তব্যের উদ্দেশে।
জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ গুয়াহাটির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিব্রুগড়ের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি। ডিব্রুগড়ে সেটি অবতরণের কথা ছিল দুপুর ১টা ২৫ মিনিটে। তবে অবতরণের কিছু ক্ষণ আগে মাঝআকাশে ওই বিমানের যান্ত্রিক ত্রুটি লক্ষ করেন পাইলটেরা। তখনই বিমানটিকে আবার গুয়াহাটিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তাঁরা। সেখানেই ইঞ্জিনিয়ারে বিমানটি পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করে সমস্যার সমাধান করেন। তার পরে আবার সেটি গুয়াহাটি থেকে ডিব্রুগড়ের উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যা ৬টা ২০মিনিটে বিমানটি ডিব্রুগড় পৌঁছোয়। এয়ার ইন্ডিয়ার তরফে এখনও ঘটনা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দেওয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
দিন তিনেক আগেই মিলান থেকে দিল্লিগামী এআই ১৩৮ বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে অসুবিধায় পড়েন অনেক ভারতীয়। শুক্রবার (স্থানীয় সময়) বিমানটি মিলান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগে ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ইঞ্জিনিয়ারেরা তা মেরামত করার চেষ্টা করেও লাভ হয়নি। শেষে বিমানটি বাতিল করার সিদ্ধান্ত নেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
অতীতে বার বার নানা কারণে প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও আবার আচমকা বিমানের জরুরি টার্বাইন খুলে যাওয়ার মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ডিজিসিএ-র প্রশ্নের মুখেও পড়েছে এয়ার ইন্ডিয়া।