রানওয়েতে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটছিল বিমান। রানওয়ে ছেড়ে ওড়ার ঠিক কয়েক মুহূর্ত আগে আচমকা ব্রেক কষেন পাইলট! বিমান দাঁড়িয়ে পড়ে রানওয়েতেই। পরে আবার ‘ইউ টার্ন’ করে সেটিকে ফিরিয়ে আনা হয় বিমানবন্দরে। বাতিল হয় যাত্রা।
সোমবার বিকেলে দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ২৪০৩ বিমানের। বিকেল সাড়ে ৫টা নাগাদ দিল্লির বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন ওই বিমানের পাইলটেরা। রানওয়ে দিয়ে ছুটে গিয়েও কেন বিমানবন্দর ছাড়তে পারল না কলকাতাগামী বিমানটি? এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, রানওয়ে ছাড়ার আগে ওই সংশ্লিষ্ট বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিষয়টি পাইলটদের নজরে আসতে তড়িঘড়ি যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানবন্দরে ফিরিয়ে আনার পর ওই বিমানটি থেকে যাত্রীদের নামানো হয়। পরে অন্য এক বিমানে চাপিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা করানো হয় তাঁদের। বিমান সংস্থার তরফে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। পাশাপাশি, এ-ও জানানো হয়েছে, যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখেই যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন পাইলটেরা। তবে বার বার এয়ার ইন্ডিয়া বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা প্রকাশ্যে আসায় উদ্বেগ বাড়ছে। সোমবারই মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানের চাকা এবং ইঞ্জিন বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বিমানকর্মী এবং যাত্রীরা।
আরও পড়ুন:
অহমদাবাদে এয়ার ইন্ডিয়া বিপর্যয়ের পরে গত এক মাসে এই উড়ান সংস্থার একাধিক বিমানে বিপত্তি দেখা গিয়েছে। সোমবার সংসদে বাদল অধিবেশনে এয়ার ইন্ডিয়ার পর পর দুর্ঘটনার বিষয়টি উত্থাপিত হয়। কেন্দ্র জানায়, সুরক্ষাবিধি লঙ্ঘনের অভিযোগে গত ছ’মাসে ন’বার কারণ দর্শানোর (শো কজ়) নোটিস ধরানো হয়েছে এয়ার ইন্ডিয়াকে। এর মধ্যে একটি ঘটনায় আইনানুগ পদক্ষেপও করা হয়েছে।