E-Paper

দেশে তৈরি যন্ত্রাংশেই একে-২০৩

সেনা সূত্রে জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ৫,২০০ কোটি টাকার চুক্তি অনুসারে আগামী বছর থেকে প্রতি মাসে ১২ হাজার রাইফেল সেনাবাহিনীর হাতে তুলে দেবে ওই সংস্থা। লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ভারতীয় সেনা বাহিনীর হাতে ৬০১৪২৭ অ্যাসল্ট রাইফেল তুলে দেওয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ০৯:১৯

ছবি: সংগৃহীত।

ভারতীয় সেনার সাবেক অস্ত্র ‘ইনসাস’ রাইফেলের বানপ্রস্থ যাত্রা শুরু হয়েছিল দু’দশক আগেই। হালফিলে সেনা বাহিনীর জওয়ানদের কাঁধে যে ঝকঝকে অস্ত্রটি চোখ ধাঁধিয়ে দিচ্ছে, আদতে তা ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি একে-২০৩। রুশ সংস্রব ছেঁটে এ বার সেই একে-২০৩ তৈরি হবে এ দেশেই। ইতিমধ্যেই তার পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়ে গিয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। তবে, এখন আর একে-২০৩ নয়, আধুনিক সেই অ্যাসল্ট রাইফেলের নামকরণ হয়েছে ‘শের’।

উত্তরপ্রদেশের কোরওয়ায় ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড (আইআরআরপিএল) আপাতত সেনা বাহিনীর নব্য হাতিয়ার ‘শের’-এর প্রস্তুতকারক সংস্থা। সেনা তত্ত্বাবধানে চলা রাষ্ট্রায়ত্ত ওই সংস্থার সিইও মেজর জেনারেল এস কে শর্মা বলেন, ‘‘রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই সংস্থা চালু হয়েছিল ঠিকই, তবে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ। কিছু দিন আগেও একে-২০৩ তৈরির বেশ কিছু যন্ত্রাংশ ওই দেশ থেকেই আমদানি করা হত। চলতি বছরেরমধ্যেই সম্পূর্ণ দেশজ যন্ত্রপাতি দিয়েই তৈরি হবে শের।’’ এমনকি, জুলাই মাসে মোট উৎপাদনের ৫০ শতাংশ দেশজ যন্ত্রাংশ দিয়েই তৈরি হয়েছে বলেও তাঁর দাবি।

সেনা সূত্রে জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ৫,২০০ কোটি টাকার চুক্তি অনুসারে আগামী বছর থেকে প্রতি মাসে ১২ হাজার রাইফেল সেনাবাহিনীর হাতে তুলে দেবে ওই সংস্থা। লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ভারতীয় সেনা বাহিনীর হাতে ৬০১৪২৭ অ্যাসল্ট রাইফেল তুলে দেওয়া। সেনা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন বহু দেশ থেকে ‘শের’-এর বরাত আসতেও শুরু করেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rifle

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy