Advertisement
২০ এপ্রিল ২০২৪

জোটে মরিয়া অখিলেশ

এসপি নেতা কিরণময় নন্দ বলেন, ‘‘মধ্যপ্রদেশে আমরা ৩০-৩৫টি আসনে প্রার্থী দেব। ৭টির প্রার্থী ঘোষণাও হয়ে গিয়েছে। ২২টি আসনে মায়াবতীও তাঁদের প্রার্থী ঘোষণা করেছেন। বিধানসভা ভোট হয়ে গেলে আমরা মায়াবতীর সঙ্গে বসে জানতে চাইব, লোকসভায় উত্তরপ্রদেশে ক’টা আসন তিনি চাইছেন।’’

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ০৩:১৪
Share: Save:

বিজেপিকে রুখতে মায়াবতীর সঙ্গে যে কোনও মূল্যে সমঝোতা করতে সক্রিয় অখিলেশ সিংহ যাদবের দল। সূত্রের খবর, সম্প্রতি বিএসপি নেত্রীর সঙ্গে অলিখিত বোঝাপড়া হয়েছে এসপি নেতা অখিলেশের। স্থির হয়েছে, আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা ভোটে আলাদা লড়লেও চেষ্টা থাকবে একে অপরের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার।

এসপি নেতা কিরণময় নন্দ বলেন, ‘‘মধ্যপ্রদেশে আমরা ৩০-৩৫টি আসনে প্রার্থী দেব। ৭টির প্রার্থী ঘোষণাও হয়ে গিয়েছে। ২২টি আসনে মায়াবতীও তাঁদের প্রার্থী ঘোষণা করেছেন। বিধানসভা ভোট হয়ে গেলে আমরা মায়াবতীর সঙ্গে বসে জানতে চাইব, লোকসভায় উত্তরপ্রদেশে ক’টা আসন তিনি চাইছেন।’’

বিষয়টিকে মন্দের ভাল বলেই মনে করছে কংগ্রেস। মায়াবতীর সঙ্গে মধ্যপ্রদেশে জোট গড়ার চেষ্টা চালিয়েছিল রাহুল গাঁধীর দল। সেটা না হলেও মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে এসপি-বিএসপি কৌশলগত সমঝোতা বিজেপি-বিরোধিতাকেই শক্তিশালী করবে বলে মনে করছেন দলের নেতারা। এক কংগ্রেস নেতার কথায়, ‘‘ওই দুই রাজ্যে এসপি-বিএসপির তেমন জোর নেই। ফলে তাদের বেশি আসন ছাড়ার যৌক্তিকতা নেই। তেমনই উত্তরপ্রদেশে ওঁরা আমাদের বেশি আসন ছাড়তে চাইবেন না। কিন্তু সেখানে মায়া-অখিলেশ জোট হলেও
বিজেপিরই বিপদ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE