জিমে কোনও রকম পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা ছাড়াই পুরুষ প্রশিক্ষকদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন মেয়েরা! এ বার সেই সব মেয়ের নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করল এলাহাবাদ হাই কোর্ট।
গত সপ্তাহে মেরঠের জিম প্রশিক্ষক নিতিন সাইনির আবেদনের শুনানির সময় মন্তব্যটি করেছেন বিচারপতি শেখরকুমার যাদব। জিমে আসা এক মহিলাকে জাতিবিদ্বেষী কটূক্তি করার অভিযোগ রয়েছে নিতিনের বিরুদ্ধে। আরও অভিযোগ, জিমে আসা মহিলাদের অজান্তে মাঝেমাঝেই তাঁদের আপত্তিকর ভিডিয়ো তুলতেন নিতিন। তার পর সেই ভিডিয়ো অন্যদের পাঠাতেন। এ সব অভিযোগ উঠতেই আদালতের দ্বারস্থ হন এক মহিলা।
আরও পড়ুন:
মহিলার অভিযোগ, নিতিন তাঁদের জিমের প্রশিক্ষক ছিলেন। কিন্তু নানা আপত্তিকর কাজকর্ম করতেন তিনি। অন্য মহিলাদের অশ্লীল ভিডিয়ো তুলে তাঁকে পাঠাতেন নিতিন। এর পরেই আদালতের পর্যবেক্ষণ, জিমে মেয়েরা পুরুষ প্রশিক্ষকদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন, এটি গুরুতর উদ্বেগের বিষয়। বেশির ভাগ ক্ষেত্রেই জিমগুলিতে মহিলাদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা নেই। বিচারপতি যাদবের নির্দেশ, মেরঠের ব্রহ্মপুরী থানার তদন্তকারী আধিকারিককে অবিলম্বে ওই মামলায় সব রকম পরিস্থিতি বিবেচনা করে একটি ব্যক্তিগত হলফনামা দাখিল করতে হবে। সংশ্লিষ্ট জিমটির আইনি রেজিস্ট্রেশন রয়েছে কি না, আবেদনকারীকে গ্রেফতার করা হয়েছে কি না, ওই জিমে আর কোনও মহিলা প্রশিক্ষক রয়েছেন কি না, সে সবের বিস্তারিত উল্লেখ থাকতে হবে হলফনামায়। আগামী ৮ সেপ্টেম্বর ওই মামলার পরবর্তী শুনানি।