রাজস্থানের জয়পুরে এক নৈশক্লাবে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে। অভিযোগ, ওই নৈশক্লাবের মালিক মহিলার সঙ্গে একান্তে দেখা করতে চেয়েছিলেন। মহিলা তাতে রাজি না হওয়াতেই নৈশক্লাবের মালিক এবং সেখানকার এক কর্মী তাঁকে যৌনহেনস্থা করেন বলে অভিযোগ। মহিলার স্বামীকেও মারধর করার অভিযোগ উঠেছে।
জয়পুরের বাসিন্দা ওই মহিলা গত সপ্তাহে তাঁর স্বামীর সঙ্গে ওই নৈশক্লাবে গিয়েছিলেন। অভিযোগ, তাঁরা নৈশক্লাবে যাওয়ার পরে সেখানের এক কর্মী একটি মোবাইল নম্বর লেখা চিরকুট মহিলার কাছে দিয়ে যান। তাঁকে বলা হয়, নম্বরটি নৈশক্লাবের মালিকের। মহিলার সঙ্গে ওই ব্যক্তি নিজস্ব কেবিনে একান্তে দেখা করতে চান। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি মহিলা। কিছু ক্ষণ পরে ওই মহিলা নৈশক্লাবের শৌচালয়ের দিকে যান। অভিযোগ, সেখানে ক্লাবের মালিক, ম্যানেজার এবং আরও বেশ কয়েক জন তাঁকে ঘিরে ধরেন। তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। শুধু তা-ই নয়, ক্লাবের মালিক এবং এক কর্মী তাঁর শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ।
আরও পড়ুন:
মহিলা চিৎকার করলে তাঁর স্বামীও সে দিকে ছুটে যান। অভিযোগ, সেই সময় তাঁকেও মারধর করা হয়। ওই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে এফআইআর রুজু করে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর মেলেনি। জয়পুরের অতিরিক্ত পুলিশ কমিশনার বলরাম চৌধরি বলেন, “ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্তদের মোবাইলের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা ওই সময় কোথায় ছিলেন, তা মোবাইলের নথি দেখে জানার চেষ্টা হচ্ছে। অভিযুক্তেরা সেই সময় ফোনে কাদের সঙ্গে কথা বলেছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারীদের বয়ান ইতিমধ্যে সংগ্রহ করেছেন তদন্তকারীরা।”