জল্পনা ছিল দিল্লি গিয়ে তিনি অমিত শাহ এবং জে পি নড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন। কিন্তু পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অমরেন্দ্র সিংহ মঙ্গলবার জানালেন ব্যক্তিগত কাজে তিনি দিল্লি এসেছেন। কোনও রাজনীতিকের সঙ্গে দেখা করতে নয়।
মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিনিধিকে অমরিন্দর বলেন, ‘‘আমি দিল্লিতে কোনও রাজনীতিকের সঙ্গে দেখা করতে আসিনি।’’ যদিও দিনভর জল্পনা ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকেই পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলবদল চূড়ান্ত হতে পারে। কিন্তু অমরেন্দ্র সরসরি এমন কোনও বৈঠকের সম্ভাবনা নাকচ করেছেন।