Advertisement
২০ এপ্রিল ২০২৪

অমরনাথে জঙ্গি হামলা, হত ৭ পুণ্যার্থী

ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পুরো ঘটনাটি খতিয়ে দেখে বেশ কয়েকটি প্রশ্ন তুলছেন গোয়েন্দারা।

হামলার পর ঘটনাস্থলে সেনাবাহিনী।

হামলার পর ঘটনাস্থলে সেনাবাহিনী।

সাবির ইবন ইউসুফ
শ্রীনগর শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০৫:১০
Share: Save:

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা ছিলই। চূড়ান্ত সতর্কতাও নেওয়া হয়েছিল। শেষরক্ষা হল না। সোমবার সন্ধ্যায় অনন্তনাগে যাত্রিবাহী বাসে জঙ্গি হামলায় নিহত হলেন নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত থেকে আসা ৭ জন তীর্থযাত্রী।

পুলিশ ও সিআরপি সূত্রের খবর, সোমবার সন্ধে সোয়া আটটা নাগাদ জনা তিনেক জঙ্গি মোটরবাইকে চেপে বিভিন্ন জায়গায় পরপর হামলা চালিয়ে উধাও হয়েছে। প্রথমে তারা অনন্তনাগের খান্নাবলে বাহিনীর চেকপোস্টের উপরে গুলি চালিয়ে বাতেঙ্গু এলাকার দিকে পালায়। সে সময় বাতেঙ্গুতে শ্রীনগর-জম্মু সড়কের উপরে অমরনাথ যাত্রীদের একটি গাড়ি যাচ্ছিল। সেই বাস লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। অন্ধকারের সুযোগে দ্রুত গা ঢাকা দেয় তারা। ওই হামলায় নিহত হন এক মহিলা-সহ ৭ তীর্থযাত্রী। সকলেই গুজরাতের বাসিন্দা। জঙ্গিদের গুলিতে আহত হন তিন পুলিশকর্মী-সহ ১৪ জন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বাতেঙ্গু থেকে পালানোর সময়ে আরওয়ানিতেও বাহিনীর শিবির লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে বাহিনী। তাদের সন্দেহ, লস্কর ও হিজবুল মিলে এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে বসেই হুঁশিয়ারি চিনের

কাশ্মীরের পর্যটনমন্ত্রী প্রিয়া শেঠির দাবি, যে বাসটিতে যাত্রীরা যাচ্ছিলেন, সেটি নথিভুক্ত ছিল না। ফলে বাসটিকে তীর্থযাত্রীদের যান হিসেবে চিহ্নিত করার উপায়ও ছিল না। দেওয়া হয়নি নিরাপত্তাও।

ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পুরো ঘটনাটি খতিয়ে দেখে বেশ কয়েকটি প্রশ্ন তুলছেন গোয়েন্দারা। অমরনাথ যাত্রার সময়ে রাতে যাত্রীদের বাস চলে না। তা হলে নথিবদ্ধ নয় এমন একটি বাস কী ভাবে রাতে চলল? অনন্তনাগে পৌঁছনোর আগে বানিহাল বা কাজিগুন্দের পুলিশ পোস্ট সেটিকে আটকাল না কেন? সূত্রের দাবি, বাসটি ঠিক সময়েই রওনা হয়েছিল। রাস্তায় টায়ার বিগড়োনোয় দেরি হয়, অন্ধকার নামে।

এর আগে ২০০০ সালে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল ৩০ জন অমরনাথ যাত্রীর। এ দিনের ঘটনার তীব্র নিন্দা করেছেন মোদী, সনিয়া গাঁধী, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, মমতা বন্দ্যোপাধ্যায় ও হুরিয়ত নেতৃত্ব। খোদ প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গাঁধী বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর উচিত নিরাপত্তায় চরম গাফিলতির দায় স্বীকার করে এমন ব্যবস্থা গ্রহণ করা যাতে এ ধরনের ঘটনা আর কখনও না ঘটে।’’


হাসপাতালে চিকিৎসাধীন জঙ্গি হানায় আহত এক অমরনাথ যাত্রী। সোমবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে।

মোদী এ দিন কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং রাজ্যপাল এন এন ভোরার সঙ্গে কথা বলেছেন। অনন্তনাগের উদ্দেশে রওনা দিয়েছেন মেহবুবা। আগামী কাল দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দল।

অমরনাথ যাত্রায় এ বার সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হয়েছে। কিন্তু তাতেও যে কাজ হয়নি, বুঝিয়ে দিল এই হামলা। এ দিনের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। কাল থেকে বাড়ি বাড়ি তল্লাশি শুরু হবে। আজ অনন্তনাগের হরনাগ এলাকাতেও পুলিশের উপর হামলা চালায় জঙ্গিরা। তবে তাতে হতাহতের খবর নেই। নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখায় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তিন জঙ্গি।

ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE