Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ওলাঁর সফরের আগে বেঙ্গালুরুর ফরাসি দূতাবাসে হুমকি চিঠি

প্রজাতন্ত্র দিবসে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁর সফরের আগে বেঙ্গালুরুর ফরাসী দূতাবাসে পৌঁছল হুমকি চিঠি। চিঠিটি পাঠানো হয়েছে চেন্নাই থেকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৬ ১৪:০২
Share: Save:

প্রজাতন্ত্র দিবসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁর সফরের আগে বেঙ্গালুরুর ফরাসি দূতাবাসে পৌঁছল হুমকি চিঠি। চিঠিটি পাঠানো হয়েছে চেন্নাই থেকে।

আগামী ২৪ জানুয়ারি তিন দিনের সফরে ভারতে আসছেন প্রেসিডেন্ট ওলাঁ। চণ্ডীগড়ে তাঁকে‌ স্বাগত জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূচি অনুযায়ী মঙ্গলবার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি তিনি।

গত বছর নভেম্বরে প্যারিসে আইএস-এর ভয়াবহ হামলায় প্রাণ হারান ১৩০ জন। প্রজাতন্ত্র দিবসের আগে আইএস হুমকি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওলাঁর ভারত সফরের আগে ইসলামিক স্টেট এ দেশেও বড়সড় নাশকতার ছক কষছে বলে খবর ছিল কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের কাছে। গত কয়েক দিন সারা দেশেই এই নিয়ে ব্যাপক ধরপাকড় চলছে। আঁটোসাটো করা হয়েছে দেশের সামগ্রিক নিরাপত্তা।

গতকাল ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস-এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয় চার যুবককে।

আরও পড়ুন-প্রজাতন্ত্রের আগে মুম্বইয়ের আকাশে ‘প্যারাগ্লাইডার’, বাড়ল সর্তকতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isis islamic state hollande
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE