Advertisement
E-Paper

ইমেল আইডি বদলে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! স্বদেশিয়ানায় হাওয়া দিয়ে নয়া ই-চিঠির ঠিকানা দেশীয় সংস্থায়

এক দেশীয় সংস্থার তৈরি ইমেল পরিষেবা প্রদানকারী মঞ্চে নিজের ইমেল আইডি খুলেছেন অমিত শাহ। ইমেল পরিষেবার এই মঞ্চটি ২০০৮ সালে বাজারে আসে। তবে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সে ভাবে পরিচিতি পায়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৬:৪৪
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।

নিজের ব্যক্তিগত ইমেল আইডি বদলে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার এক্স হ্যান্ডলে পোস্ট করে ইমেলের নতুন ঠিকানা সকলকে জানিয়ে দিলেন তিনি। দেশীয় সংস্থা ‘জ়োহো’র মেল প্লাটফর্মে নিজের নতুন ইমেল আইডি খুলেছেন শাহ। আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের মাঝে স্বদেশিয়ানায় জোর দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সময়ে বার বার স্বদেশি পণ্য ব্যবহারের কথা বলেছেন। এ বার ‘জ়োহো মেল’-এ নিজের নতুন ইমেল আইডি খুলে সেই স্বদেশিয়ানার প্রচারেই শাহ হাওয়া দিলেন বলে মনে করা হচ্ছে।

বুধবার দুপুরে এক্স হ্যান্ডলে শাহ লেখেন, ‘আমি জ়োহো মেল-এ চলে এসেছি।’ নিজের ই-মেলের নতুন ঠিকানাও ওই পোস্টে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে সকলকে ওই ইমেলেই তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছেন শাহ। প্রথম সারির কোনও কেন্দ্রীয় মন্ত্রীর এ ভাবে ‘জ়োহো মেল’-এর প্রচার এই প্রথম নয়। গত মাসের শেষের দিকে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও ‘জ়োহো মেল’-এ নিজের অ্যাকাউন্ট খোলেন। তিনিও এক্স হ্যান্ডলে পোস্ট করে তা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী স্বদেশি পণ্য ব্যবহারের যে ডাক দিয়েছেন, তাতে সকলকে এগিয়ে আসার জন্যও আহ্বান জানান কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী। এ বার সেই ‘জ়োহো মেল’-এর প্রচারে নামলেন শাহও।

‘জ়োহো’ হল একটি দেশীয় সফ্‌টওয়্যার সংস্থা, যার প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। মাদ্রাজ আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে তিনি চলে যান আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে পিএইচডি করে দেশে ফেরেন তিনি। ১৯৯৬ সালে তৈরি করেন ‘অ্যাডভেন্টনেট’ নামে একটি প্রতিষ্ঠান। সেটি থেকেই পরবর্তী সময়ে তৈরি হয় ‘জ়োহো কর্পোরেশন’। ২০০৮ সালে ‘জ়োহো মেল’ বাজারে আনে ওই সংস্থা। গুগ্‌লের ‘জিমেল’, মাইক্রোসফ্‌টের ‘আউটলুক’ বা ইয়াহুর ‘ইয়াহুমেল’-এর মতো এটিও একটি ইমেল প্লাটফর্ম। কাজও প্রায় একই রকমের। তবে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এটি সে ভাবে প্রচারের আলোয় ছিল না।

সম্প্রতি বাণিজ্যে আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের মাঝে স্বদেশি পণ্য ব্যবহারের উপর বেশি জোর দিচ্ছে ভারত। প্রধানমন্ত্রী মোদী এ বছর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণেও দেশকে ‘আত্মনির্ভর’ হওয়ার বার্তা দিয়েছেন। তার পরেও বিভিন্ন সভায় স্বদেশি পণ্যের চল বৃদ্ধির দিকে জোর দিয়েছেন তিনি। কেন্দ্রের এই স্বদেশিয়ানার প্রচারের আলোয় ভেসে ওঠে ‘জ়োহো মেল’ও। সময়ের সঙ্গে সঙ্গে ‘জ়োহো মেল’ও বিভিন্ন পরিবর্তন এবং নতুন সংস্করণ (আপডেট) এসেছে। বর্তমানে ক্যালেন্ডার, নোট্‌স, যোগাযোগের তালিকা (কনট্যাক্ট্‌স)-সহ বিভিন্ন ‘ফিচার’ রয়েছে ‘জ়োহো মেল’-এ। সংস্থার দাবি, তাদের অ্যাপে ব্যবহারকারীদের তথ্যও নিরাপদ থাকে।

‘জ়োহো মেল’ ছাড়াও এই সংস্থার ৪০টিরও বেশি ‘অ্যাপ’ রয়েছে। ‘জ়োহো রাইটার’, ‘জোহো শিট্‌স’, ‘জ়োহো বুক্‌স’-সহ এমন প্রচুর অ্যাপ রয়েছে এই সংস্থার যা অফিসে নিত্যদিনের কাজে ব্যবহার হয়। ‘হোয়াট্‌সঅ্যাপ’-এর মতো একটি ‘অ্যাপ’ রয়েছে তাদের— নাম ‘আরাত্তাই’। মোদী সরকারের স্বদেশিয়ানার প্রচারের হাওয়ায় সম্প্রতি ভারতীয় বাজারে তা জনপ্রিয়ও হয়ে উঠেছে।

বস্তুত, স্বদেশিয়ানার পালে হাওয়া দিতে গিয়ে ‘জ়োহো’র প্রচার শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরে। সম্প্রতি শিক্ষা মন্ত্রক থেকেও সব আধিকারিকদের ‘জ়োহো অফিস স্যুট’ ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রকের ওই বিজ্ঞপ্তিতেও দেশীয় প্রযুক্তিতে জোর দেওয়ার কথা বলা হয়েছিল।

Amit Shah Zoho Corporation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy