Advertisement
২৫ মার্চ ২০২৩
Amitabh Bachchan

ভাল আছেন, ফোনে সক্রিয় অমিতাভ

বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনায় যাঁরা শুভেচ্ছা পাঠিয়েছেন, কাল রাতেই টুইট করে তাঁদের ধন্যবাদ জানান অমিতাভ।

অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায় চলছে পুজো।—ছবি পিটিআই।

অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায় চলছে পুজো।—ছবি পিটিআই।

স‌ংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ জুলাই ২০২০ ০৩:১৬
Share: Save:

ভাল আছেন অমিতাভ বচ্চন। তাঁর বুকে কফের পরিমাণ কম। অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। অভিষেকের মতো অমিতাভেরও তেমন ‘জোরদার চিকিৎসার’ প্রয়োজন পড়ছে না বলেই আজ জানাল মুম্বইয়ের নানাবতী হাসপাতালের ডাক্তারেরা।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই-কে এক হাসপাতাল কর্তা বলেন, ‘‘দু’জনকেই সাপোর্টিভ থেরাপিতে রাখা হয়েছে। খাওয়া নিয়েও কোনও সমস্যা নেই।’’ সূত্রের খবর, বাড়িতেই কোয়রান্টিনে থাকা ঐশ্বর্যা-আরাধ্যারও শারীরিক অবস্থা ভাল। কাল বচ্চন পরিবারের চারটি বাংলোর যে-২৬ জন গৃহকর্মীর লালরসের নুমনা ল্যাবে গিয়েছিল, আজ তাঁদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও প্রোটোকল অনুযায়ী, ১৪ দিন হোম কোয়রান্টিনেই থাকতে হবে তাঁদের।

বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনায় যাঁরা শুভেচ্ছা পাঠিয়েছেন, কাল রাতেই টুইট করে তাঁদের ধন্যবাদ জানান অমিতাভ। হাসপাতাল সূত্রের খবর, ওয়ার্ডে আজও দিনভর স্মার্টফোনে সচল থাকতে দেখা গিয়েছে তাঁকে। ব্লগে দুই অনুরাগীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, চ্যাট কিংবা ফোন-কলে আত্মীয়দের খোঁজও নিয়েছেন। অভিষেক কালই টুইট করে জানিয়েছিলেন, ডাক্তারেরা যত দিন বলবেন, হাসপাতালে থাকবেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.