দিল্লি থেকে জম্মু হয়ে শ্রীনগর যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের। জম্মুতে অবতরণ হওয়ার কথা থাকলে, পাইলট ওই বিমানটি বিমানবন্দরের না নামিয়ে আবার ফিরিয়ে নিয়ে যান দিল্লিতে! কেন পাইলট জম্মুর বিমানবন্দরে বিমান নামালেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও পরে সম্ভাব্য কারণ ব্যাখ্যা করেছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, সোমবার দুপুরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-২৫৬৪ উড়ানটি দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে শ্রীনগর যাওয়ার আগে জম্মুতে নামার কথা ছিল ওই বিমানটির। নির্ধারিত সময়ে জম্মু পৌঁছে গেলেও রানওয়েতে নামেনি। বিমানবন্দরের উপর বেশ কিছু ক্ষণ চক্কর দিতে থাকে। তার পরে পাইলট বিমানটিকে আবার ‘ইউ টার্ন’ করিয়ে ফিরিয়ে নিয়ে যান দিল্লিতেই! পাইলটের এই সিদ্ধান্তের নেপথ্যে বিমানের ‘জিপিএস সমস্যা’ হয়ে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক জন মুখপাত্র বলেছেন, ‘‘বিমানের জিপিএস বিঘ্নিত হওয়ায় সন্দেহ হয় পাইলটের। তার পরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিমান আবার দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।’’ দিল্লি বিমানবন্দরে যাত্রীদের নামিয়ে অন্য বিমানে জম্মু যাওয়ার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়েছে বিমান সংস্থা।
আরও পড়ুন:
গত ১২ জুন অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরই ভেঙে পড়ে একটি যাত্রিবাহী বিমান। ওই বিমান দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর এই কয়েক দিনে বেশ কয়েক বার এয়ার ইন্ডিয়ার নানা বিমানে সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই যান্ত্রিক ত্রুটির কারণে সংশ্লিষ্ট উড়ান পরিষেবা বাতিল করেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।