অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে আরও সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। ‘সক্ষম অঙ্গনওয়াড়ি’ নামে এক প্রকল্পের অধীনে আধুনিকীকরণের চেষ্টায় তারা। পদক্ষেপ হিসাবে, অঙ্গনওয়াড়িগুলিতে ঝাঁ চকচকে এলইডি টিভি দেওয়া শুরু হয়েছে। শুধু তা-ই নয়, দেওয়া হচ্ছে একটি করে পানীয় জলের ফিল্টারও। বেছে নেওয়া হয়েছে ১১৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে। ওই সব কেন্দ্রে এলইডি টিভি তো পৌঁছে গিয়েছে, কিন্তু তা চলবে কী ভাবে? সেই চিন্তাতেই অঙ্গনওয়াড়ি কর্মীরা। কারণ, কোনও কেন্দ্রেই বিদ্যুৎ পরিষেবা নেই!
মধ্যপ্রদেশের উমারিয়ায় ৭৮৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তবে তাদের মধ্যে ৩২২টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে। বাকিগুলি এখনও অন্ধকারে ডুবে। সেই কেন্দ্রগুলির মধ্যে ১১৬টি কেন্দ্র সরকারি প্রকল্পে ‘যোগ্য’ হিসাবে বিবেচিত হয়েছে। পেয়েছে টিভি এবং ফিল্টার। তেমনই এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বন্দনা সিংহ বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই হেসে ফেলেন। তাঁর জবাব, ‘‘আমরা এলইডি পেয়েছি, কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ নেই। আপাতত, এটাকে দেওয়ালে সাজিয়ে রাখা হবে।’’
এ তো গেল এলইডির সমস্যা। জলের ফিল্টারগুলি নিয়ে আরও বিপাকে পড়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। এমন অনেক কেন্দ্র রয়েছে, যেখানে জলের সংযোগই নেই। সেই কেন্দ্রের কর্মীদের প্রশ্ন, ‘‘জলই নেই, তো ফিল্টার দিয়ে কী করব?’’ আপাতত ফিল্টারগুলিও কেন্দ্রের দেওয়ালে সাজানোই থাকবে টিভির মতো।
আরও পড়ুন:
সমস্যাগুলি প্রকাশ্যে আসতে কিছুটা বিব্রত প্রশাসন। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বোর্ডের কর্তা দিব্যা গুপ্ত জানিয়েছেন, যে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ নেই, তাদের জন্য মধ্যপ্রদেশ বিদ্যুৎ বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। শীঘ্রই সেই সব কেন্দ্রে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে যাবে। প্রশ্ন উঠছে, কী ভাবে প্রকল্পের জন্য ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে বেছে নেওয়া হল? এত দিন কেনই বা ওই সব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি?