দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই়ডি)-এর দফতরে হাজিরা দিলেন অনিল অম্বানী। প্রায় ১৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য মঙ্গলবার সকালেই দিল্লিতে পৌঁছোন অনিল। সকাল ১১টা নাগাদ ইডির অফিসে প্রবেশ করেন তিনি। সূত্রের খবর, এই ঋণ জালিয়াতির মামলায় মঙ্গলবার তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে।
অনিলের সংস্থাগুলির বিরুদ্ধে মোট ১৭,০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তার মধ্যে ৩০০০ কোটি টাকার ঋণ ইয়েস ব্যাঙ্কের। ইডি সূত্রের খবর, অনিলের একাধিক সংস্থার মধ্যে ওই ঋণ বণ্টন হয়েছিল। তার আগে ব্যাঙ্কটির প্রোমোটারদের নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থার কাছে টাকা পৌঁছোয়। ঋণ মঞ্জুরের ক্ষেত্রে বহু নিয়ম লঙ্ঘনও করেছিল বেসরকারি ব্যাঙ্কটি। ফলে সেই ঋণের ক্ষেত্রে ঘুষ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে ইডি।
আরও পড়ুন:
এর আগে গত ২৪ জুলাই অনিলের সংস্থার একাধিক ঠিকানায় হানা দিয়েছিল ইডি। মুম্বইয়ে অনিলের গোষ্ঠীভুক্ত বিভিন্ন সংস্থা এবং তাঁর সঙ্গে যোগ আছে এমন আরও কিছু মিলিয়ে মোট ৫০টি সংস্থার ৩৫টিরও বেশি দফতরে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সংস্থার ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্প্রতি তিন হাজার কোটি টাকার ঋণের মামলায় অনিলের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়। ওই মামলায় সম্প্রতি এক জনকে গ্রেফতারও করেছে ইডি। এরই মধ্যে মঙ্গলবার ইডির দফতরে হাজিরা দেন অনিল। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি তিনি।