Advertisement
১৭ মে ২০২৪
Infiltration

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে অনুপ্রবেশের চেষ্টা, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে হত তিন জন

সেনা সূত্রে দাবি করা হয়েছে, প্রতি বছর শীত পড়ার আগে মূলত রাজৌরি এবং পুঞ্চ সেক্টরের পর্বতসঙ্কুল পথ দিয়ে সন্ত্রাসবাদীদের ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে পাকিস্তান।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ২০:৫৩
Share: Save:

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন জন সন্ত্রাসবাদীর। সেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পুঞ্চ সেক্টরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখার কাছে পাক সন্ত্রাসবাদীরা সীমান্ত পেরিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। ভারতীয় সেনা তাদের সেই চেষ্টা প্রতিহত করতে গেলে উল্টোদিক থেকে গুলি ছোড়া শুরু হয়ে যায়। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও। গুলির লড়াইয়ে মারা যায় তিন জন। তবে এক জনের দেহ উদ্ধার করা গেলেও বাকি দু’জনের দেহ উদ্ধার করা যায়নি।

সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং দু’টো একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, পুঞ্চ সেক্টর দিয়ে বড় ধরনের অনুপ্রবেশ রুখে দেওয়া গিয়েছে। সেনার আরও এক আধিকারিক জানান, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ নিয়ন্ত্রণরেখার কাছে হঠাৎ কিছু মানুষের গতিবিধি লক্ষ করা যায়। সেনা আধিকারিকরা সামনে এগোতেই উল্টোদিক থেকে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। ঘটনার পর এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

সেনা সূত্রে দাবি করা হয়েছে, প্রতি বছর শীত পড়ার আগে মূলত রাজৌরি এবং পুঞ্চ সেক্টরের পর্বতসঙ্কুল পথ দিয়ে সন্ত্রাসবাদীদের ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে পাকিস্তান। শীতের পর এই রাস্তাগুলি বরফ পড়ে কার্যত অবরুদ্ধ হয়ে যায়। বছর ঘুরলেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তার আগে পাকিস্তান ইচ্ছাকৃত ভাবে উপত্যকাকে অস্থির করতে চাইছে বলে দাবি সেনার একাংশের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE