Advertisement
২৭ এপ্রিল ২০২৪

পাকিস্তানের ভিসার প্রস্তাব এ বার খারিজ করলেন অনুপম

পাক-ভিসার সমস্যা মিটেছে। কিন্তু, সময় না থাকার কারণে তিনি এখন আর সে দেশে যেতে পারবেন না। বুধবার টুইট করে এ কথা জানিয়েছেন অভিনেতা অনুপম খের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪৯
Share: Save:

পাক-ভিসার সমস্যা মিটেছে। কিন্তু, সময় না থাকার কারণে তিনি এখন আর সে দেশে যেতে পারবেন না। বুধবার টুইট করে এ কথা জানিয়েছেন অভিনেতা অনুপম খের।

এ দিন তিনি জানান, পাক হাই কমিশনার আব্দুল বাসিত তাঁকে নিজে ফোন করে পাক-ভিসার প্রস্তাব দিয়েছেন। কিন্তু, যে সময় পাকিস্তান যাওয়ার কথা ছিল সেই সময়টা অন্য কাজে আটকে পড়ায় তিনি আর পাকিস্তান যেতে পারবেন না বলে বাসিতকে জানিয়ে দিয়েছেন অনুপম।

আগামী শুক্রবার করাচি লিটারারি ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা। সেখানে অনুপম-সহ ১৮ জনকে আমন্ত্রণ জানানো হয়। বাকিদের ভিসা মঞ্জুর করলেও অনুপমকে ভিসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রবীণ ওই অভিনেতা। যদিও পাক হাই কমিশনারের তরফে জানানো হয়, অনুপমের ভিসার আবেদন তাঁদের কাছে এসে পৌঁছয়নি। ভিসা না পেয়ে অনুপম প্রশ্ন তুলেছিলেন, ভারতের সহিষ্ণুতা প্রসঙ্গে সরব হয়েছিলেন বলেই কি তাঁকে ভিসা দেওয়া হল না? এ ক্ষেত্রে তাঁর কোন পরিচয়টা বড় হয়ে উঠল— কাশ্মীরি পণ্ডিত নাকি দেশপ্রেমিক, নাকি নরেন্দ্র মোদীর সমর্থক?

তবে, কোন কাজে আটকে পড়ার জন্য তিনি পাক সফর বাতিল করলেন সে বিষয়ে কিছু জানাননি অনুপম।

আরও পড়ুন-অনুপম খেরের ভিসা বাতিল করল পাকিস্তান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

anupam kher visa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE