মোহনদাস কর্মচন্দ গাঁধীর জন্মদিবসে দেশের জনজাতি কর্মসংস্থানে নতুন কর্মসূচি শুরু করল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় জনজাতি উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা শুক্রবার জনজাতিদের উৎপাদিত পণ্যের বাজার ‘ট্রাইবস ইন্ডিয়া ই-মার্কেটপ্লেস’ চালু করলেন।
সরকারি সূত্রের খবর, জনজাতিদের হস্তশিল্প এবং অর্গানিক খাদ্যের বিপণনের উদ্দেশ্যেই তৈরি হয়েছে দেশের এই বৃহত্তম আদিবাসী পণ্যের বাজার। পরিচালনায় সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড’ (ট্রাইফড)।
জনজাতি মন্ত্রকের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এই পদক্ষেপ। ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের মতো আদিবাসী-প্রধান রাজ্যে নতুন ধরনের হস্তশিল্প এবং কৃষি ও অরণ্যজাত পণ্যের সন্ধানও করবে ‘ট্রাইফড’।