Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Arjun Munda

আদিবাসী পণ্যের বিপণনে উদ্যোগী কেন্দ্র

মুন্ডা এ দিন ভার্চুয়াল সভায় কলকাতার নতুন জনজাতি পণ্যের বিক্রয়কেন্দ্রের উদ্বোধনও করেন।

‘ট্রাইবস ইন্ডিয়া ই-মার্কেটপ্লেস’ চালু করলেন অর্জুন মুন্ডা— ফাইল চিত্র।

‘ট্রাইবস ইন্ডিয়া ই-মার্কেটপ্লেস’ চালু করলেন অর্জুন মুন্ডা— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ১৬:৩৩
Share: Save:

মোহনদাস কর্মচন্দ গাঁধীর জন্মদিবসে দেশের জনজাতি কর্মস‌ংস্থানে নতুন কর্মসূচি শুরু করল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় জনজাতি উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা শুক্রবার জনজাতিদের উৎপাদিত পণ্যের বাজার ‘ট্রাইবস ইন্ডিয়া ই-মার্কেটপ্লেস’ চালু করলেন।

সরকারি সূত্রের খবর, জনজাতিদের হস্তশিল্প এবং অর্গানিক খাদ্যের বিপণনের উদ্দেশ্যেই তৈরি হয়েছে দেশের এই বৃহত্তম আদিবাসী পণ্যের বাজার। পরিচালনায় সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড’ (ট্রাইফড)।

জনজাতি মন্ত্রকের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এই পদক্ষেপ। ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের মতো আদিবাসী-প্রধান রাজ্যে নতুন ধরনের হস্তশিল্প এবং কৃষি ও অরণ্যজাত পণ্যের সন্ধানও করবে ‘ট্রাইফড’।

আরও পড়ুন: শীতের লাদাখে পাতালে তেলের ট্যাঙ্ক, প্রস্তুত ভারতীয় সেনা

অর্জুন এদিন ভার্চুয়াল সভায় ‘ট্রাইবস ইন্ডিয়া ই-মার্কেটপ্লেস’ চালুর পাশাপাশি দেশের কয়েকটি শহরে জনজাতি পণ্যের নতুন বিক্রয়কেন্দ্রের উদ্বোধনও করেন। এই তালিকায় রয়েছে কলকাতা এবং উত্তরাখণ্ডের তীর্থ-শহর হৃষিকেশ। তা ছাড়া, ঝাড়খণ্ডের সাঁওতাল জনগোষ্ঠীর সংগৃহীত ‘পাকুড় মধু’ ব্র্যান্ডেরও উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন: যোগী আমলে ধর্ষণ করে খুনের রমরমা ‘উত্তমপ্রদেশে’​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE