প্রতীকী ছবি।
নিয়ন্ত্রণরেখা (এলওসি) দিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল দু’টি দল। নজরে আসতেই গুলি চালাল ভারতীয় সেনা। একই সঙ্গে অনুপ্রেবশ রুখতে তল্লাশি অভিযানও শুরু করেছে তারা। ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভোর থেকেই উত্তেজনা ছড়িয়েছে উপত্যকায়।
ভারতীয় সেনা সূত্রে খবর, সোমবার রাত দেড়টা নাগাদ জম্মুর উপকণ্ঠে আখনুরে তিন-চার জন অনুপ্রবেশকারীর গতিবিধি লক্ষ্য করেন নিরাপত্তা বাহিনীর সদস্যেরা। তার পরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে বলেও খবর। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
শুধু আখনুর নয়, রাজৌরি জেলার সুন্দরবানি এলাকাতেও কয়েক জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে এসেছে নিরাপত্তা বাহিনীর। তাদের ধারণা, ওই এলাকা দিয়ে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করছিল। তা আটকাতে কয়েক রাউন্ড গুলিও চালান জওয়ানরা।
উল্লেখ্য, ২০১৯ সালে ৫ অগস্ট জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছিল নরেন্দ্র মোদী সরকার। সেই ঘটনার পাঁচ বছর পূর্তি উপলক্ষে উপত্যকায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। ৩৭০ বাতিলের পর থেকেই বার বার জম্মু-কাশ্মীরে অশান্তির ঘটনা ঘটেছে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতেই বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্য দিকে, অনুপ্রবেশ আটকাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। উপত্যকা জুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy