Advertisement
১৭ মে ২০২৪

ডাকাতিতে নেতৃত্ব দিয়ে হাজতে আসামের কর্নেল

সোনার বিস্কিট ডাকাতি করে দেশের প্রাচীনতম আধাসেনা বাহিনীর মুখ পোড়ালেন এক কর্নেল। আজ মিজোরামের রাজধানী আইজলে, আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয় আসাম রাইফেলসের ৩৯ নম্বর ব্যাটেলিয়নের কম্যান্ডান্ট কর্নেল যশজিৎ সিংহকে।

পুলিশি হেফাজতে অভিযুক্ত কম্যান্ডান্ট কর্নেল যশজিৎ সিংহ। ছবি মিজোরাম পুলিশের সৌজন্যে।

পুলিশি হেফাজতে অভিযুক্ত কম্যান্ডান্ট কর্নেল যশজিৎ সিংহ। ছবি মিজোরাম পুলিশের সৌজন্যে।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ০৩:২০
Share: Save:

সোনার বিস্কিট ডাকাতি করে দেশের প্রাচীনতম আধাসেনা বাহিনীর মুখ পোড়ালেন এক কর্নেল। আজ মিজোরামের রাজধানী আইজলে, আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয় আসাম রাইফেলসের ৩৯ নম্বর ব্যাটেলিয়নের কম্যান্ডান্ট কর্নেল যশজিৎ সিংহকে।

অভিযোগ, গত বছর ১৪ ডিসেম্বর মায়ানমার থেকে সাড়ে ১৪ কোটি টাকার চোরাই সোনার বিস্কিট গাড়িতে নিয়ে আইজলের দিকে আসছিল লালনানফেলা নামে এক ব্যক্তি। গোপন খবরের ভিত্তিতে কর্নেল সিংহ আরও কয়েকজন জওয়ানকে নিয়ে গাড়িটি থামিয়ে ৫২টি সোনার বিস্কিট বের করে নেন। সোনা লুঠের কথা পুলিশকে জানালে লালকে গুলি করে মারার হুমকিও দেন তিনি।

এত দিন চুপ থাকার পরে এ বছর এপ্রিলে ওই সোনা লুঠের কথা পুলিশকে জানায় লাল। মিজোরাম পুলিশ ছয় সদস্যের বিশেষ তদন্তদল গড়ে। তদন্ত চালিয়ে ওই ডাকাতির ঘটনায় জড়িত আট জওয়ানকে গ্রেফতার করে। তারা এখন জেল হাজতে।

তাদের জেরা করেই জানা যায় কর্নেল সিংহের নির্দেশে ওই ডাকাতির ঘটনা ঘটেছিল। সিংহ আইজল জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেন। জেলা দায়রা বিচারপতি লুসি লালরিনথারি আজ তাঁর জামিনের আবেদন নাকচ করে দিতেই পুলিশ আদালত চত্বর থেকে সিংহকে গ্রেফতার করে। তাঁকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে।

ওই ডাকাতির ঘটনায় আট জওয়ান, কর্নেল সিংহ ছাড়াও একাধিক ছাত্রনেতা-সহ আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মণিপুরে এক সেনা কর্নেল নিষিদ্ধ এফিড্রিন মায়ানমারে পাচার করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mizoram Gold Smuggling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE