উত্তরপ্রদেশে নয়া পুলিশ আইন চালু করতে চলেছে যোগী আদিত্যনাথের সরকার। এই উদ্দেশ্যে তৈরি হচ্ছে নয়া বাহিনীও। এই আইন কার্যকরী হলে রাজ্য স্বরাষ্ট্র দফতরের নয়া ‘স্পেশাল সিকিউরিটি ফোর্স’ (এসএসএফ) কোনও পরোয়ানা ছাড়াই তল্লাশি অভিযান চালাতে পারবে। এমনকি, সন্দেহভাজনকে গ্রেফতারও করতে পারবে।
উত্তরপ্রদেশ বিধানসভার চলতি বাদল অধিবেশনেই পাশ হয়েছে, ‘উত্তরপ্রদেশ স্পেশাল সিকিউরিটি ফোর্স বিল-২০২০’। রবিবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) অবনীশকুমার অবস্থি জানিয়েছেন, রাজ্য বিধানসভায় পাশ হওয়া আইন অনুযায়ী গঠিত এসএসএফ বাহিনীর হাতে ওই বিশেষ ক্ষমতা দেওয়া হবে। ইতিমধ্যেই যোগী সরকারের এই উদ্যোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নয়া বাহিনী গড়ে বাড়তি ক্ষমতা দেওয়ার উদ্যোগকে ভারতীয় সংবিধানের ভাবধারার বিরোধী বলে মনে করছেন অনেকেই। তাঁদের মতে, এই উদ্যোগ কার্যকর হলে নাগরিক অধিকার খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে।
কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফের ধাঁচেই বিশেষ ক্ষমতা সম্পন্ন এসএসএফ বাহিনীকে রাজ্যের সরকারি প্রতিষ্ঠান, আদালত, বিমানবন্দর, মেট্রো রেল, ব্যাঙ্ক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে বলে জানান তিনি। অবনীশ টুইটারে লিখেছেন, ‘‘এই বাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়ার জন্য আগামী পুলিশ বিধিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে। ম্যাজিস্ট্রেটের অনুমতি বা পরোয়ানা ছাড়াই কোনও ঠিকানায় তল্লাশি বা কোনও ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে এই বাহিনী।’’ ১৯৬৮ সালের সিআইএসএফ আইনের ১১ এবং ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সম্ভাব্য অপরাধ ঠেকাতে একই ধরনের পদক্ষেপের ক্ষমতা রয়েছে ওই কেন্দ্রীয় বাহিনীর।