জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে গত বুধবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের সময়ে বক্তৃতা দিয়েছিলেন অরুন্ধতী রায়। কিন্তু তাঁর সেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে শুক্রবার দাবি করলেন লেখিকা। টিভি চ্যানেলে বৃহস্পতিবার দেখানো হয়েছে, অরুন্ধতী বলছেন, এনআরসি-র তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে এনপিআর। তাই সরকারের কাছে ভুল নাম এবং ঠিকানা জমা দিতে জনতাকে পরামর্শ দিচ্ছেন তিনি।
অরুন্ধতীর দাবি, টিভি চ্যানেলগুলির কাছে গোটা বক্তৃতার ফুটেজ ছিল। কিন্তু তারা শুধু ওই অংশটুকু নিয়েই ভুল ব্যাখ্যা করে লাফালাফি করেছে। ওই মন্তব্যের জন্য তাঁর গ্রেফতারিও দাবি করেছেন কোনও কোনও নেতা।
আরও পড়ুন: সিএএ-এর বিরুদ্ধে বিক্ষোভে যোগ, ফেরানো হল বিদেশিকে