Advertisement
E-Paper

কেজরীর পাশে অখিলেশ

কেজরীওয়ালের আক্রমণের ধাঁচে স্পষ্ট, কংগ্রেস যে ভাবে শেষ মুহূর্তে সংখ্যালঘু, দলিত ও ওবিসি ভোটব্যাঙ্কে প্রভাব তৈরিতে নেমেছে, তাতে তিনি বিজেপি-বিরোধী ভোটব্যাঙ্কে ভাঙনের আশঙ্কা করছেন।

(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল এবং অখিলেশ যাদব (ডান দিকে)।

(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল এবং অখিলেশ যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ০৬:৩৯
Share
Save

দিল্লির বিধানসভা ভোটের ঠিক আগে আজ রাজধানীতে যৌথ ‘রোড শো’ করলেন আপ আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়াল এবং এসপি শীর্ষ নেতা অখিলেশ সিংহ যাদব। বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করলেন বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়ার’ এই দুই নেতা।

কেজরীওয়ালের আক্রমণের ধাঁচে স্পষ্ট, কংগ্রেস যে ভাবে শেষ মুহূর্তে সংখ্যালঘু, দলিত ও ওবিসি ভোটব্যাঙ্কে প্রভাব তৈরিতে নেমেছে, তাতে তিনি বিজেপি-বিরোধী ভোটব্যাঙ্কে ভাঙনের আশঙ্কা করছেন। আজ কেজরী একটি ভিডিয়ো-বার্তায় বলেন, “কংগ্রেস দিল্লির ভোট জেতার জন্য লড়ছে না। তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে আপ-কে হারাতে।... কিছু দিন আগেই আমার সঙ্গে দেখা করতে কিছু কংগ্রেস সমর্থক এসেছিলেন, যাঁরা আগাগোড়া দলেরই সঙ্গে আছেন। এ বারও বলেছেন, কংগ্রেসকেই ভোট দেবেন। আমায় জানালেন, কংগ্রেস নিজেদের মধ্যেই লড়াইয়ে ব্যস্ত। এ ভাবেই হরিয়ানার ভোটে তারা হেরেছে।”

’২৪-এর লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়েছিল কংগ্রেস-এসপি জোট। কিন্তু আজ অখিলেশ বলেছেন, “ঝাড়ু চিহ্ন ছাড়া অন্য কোথাও বোতাম টিপবেন না। তা হলে আপনার ভোটটি নষ্ট হবে। অন্য রাজ্যগুলিও দিল্লি মডেলকে অনুসরণ করতে চায় কেন? কারণ, তারা ভাল কাজ করেছে। বিজেপিকে ভোট দেবেন না, সেটা নিজের বিরুদ্ধেই ভোট দেওয়ার শামিল হবে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Delhi Assembly Election 2025 Arvind Kejriwal Aam Aadmi Party AAP Akhilesh Yadav Samajwadi Party

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}