৬৭ বছরে পা দিল নর্থ বম্বে সর্বজনীন দুর্গা পুজো। সেই আনন্দে মুম্বইয়ের এক বহুতারা হোটেলে সেলিব্রেশনের প্রস্তুতি সারা উদ্যোগতাদের।
এই পুজোর মণ্ডপ মানেই চাঁদের হাট। উদ্যোক্তাদের মধ্যে আছে বলিউডের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবার। আছেন অনুরাগ কাশ্যপ, বাপ্পি লাহিড়ী, মৌসুমি চট্টোপাধ্যায়। এ পুজোয় কোমর বেঁধে অষ্টমীর খিচুড়ি পরিবেশন করেন কাজল, রানি মুখোপাধ্যায়। ঢাক বাজান অয়ন মুখোপাধ্যায়, ধুনুচি নাচেন জনি লিভার। পুজোর কদিন এখানে মঞ্চ তৈরি করে চলে বিচিত্রানুষ্ঠান। তবে রানির ফ্যানদের জন্য খানিক দুসংবাদ। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এ বছর মণ্ডপে দেখা মিলবে না তাঁর।
এমনিতে বলিউডি তারকাদের কুসংস্কার, তুকতাকের শেষ নেই। লোকে বলে এই পুজো মণ্ডপ নাকি হেব্বি পয়া। তাই এই সময়ে শহরে থাকলে নর্থ বম্বে সর্বজনীন দুর্গা পুজোর মণ্ডপ একবার অন্তত ঢুঁ মারার সুযোগ মিস করতে চান না ছোট বড় কোনও টিনসেল টাউন তারাই। উঠতি স্টাররাতো নিজেদের কেরিয়ারটা সুরক্ষিত করতে যেনতেন ভাবে এই পুজোয় পারফর্ম করতে চান।
সঞ্জীব কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মালা সিনহা, বাপ্পি লাহিড়ী, সুদেশ ভোঁসলে, জনি লিভার সহ অনেকেই নিজেদের এখানে বলিউডি কেরিয়ার শুরুর আগে এখানে মাচে বেঁধে অনুষ্ঠান করে গেছেন। তারপর তাঁদের আকাশ ছোঁয়া সাফল্যের সাক্ষ্য এদেশের রুপোলি পর্দার ইতিহাস বয়ে নিয়ে চলেছে।