তেলঙ্গানার হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর ‘নজরে’ এ বার পশ্চিমবঙ্গ। মঙ্গলবার দলের তরফে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করা হল।
ওয়েইসির নির্দেশে মঙ্গলবার প্রেস ক্লাবে আয়োজিত ওই সাংবাদিক বৈঠকে জানানো হয়, একটি নির্দিষ্ট নম্বরে মিস্ড কল দিলেই দলের সদস্য হওয়া যাবে। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মিম লড়বে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা ভোটে বিপুল জয়ের পরে দেশ জুড়ে ‘নরেন্দ্র মোদী-হাওয়া’কে কাজে লাগাতে মিস্ড কলের মাধ্যমে সদস্যপদ সংগ্রহ শুরু করেছিল বিজেপি।
মিমের একটি সূত্র জানাচ্ছে, সংখ্যালঘু ভোটব্যাঙ্কের পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি, অনগ্রসর শ্রেণির দিকে তাকিয়ে আগামী বছরের বিধানসভা ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছে তারা। দলের এক নেতা জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমান জেলা থেকে মিম-এর পথ চলা শুরু হয়েছিল। সে বছর নীলবাড়ির লড়াইয়ে রাজ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছিল। তার মধ্যে আসানসোল উত্তর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তৃণমূল ছেড়ে মিম-এ যোগ দেওয়া নেতা দানিশ আজিজ। পেয়েছিলেন ১৫১৪টি ভোট। এ বার আরও বেশি আসনে লড়ার প্রস্তুতি নিচ্ছে ওয়েইসির দল।