Advertisement
০৯ মে ২০২৪
Assam

বাবা মৃত, ছেলে জানতেনই না

'বাবা ভাল আছেন' বলে ১৯ তারিখে হাসপাতাল থেকে ছেলেকে প্রায় তাড়িয়েই দেওয়া হয় বলে অভিযোগ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ০১:২৮
Share: Save:

পজ়িটিভ-নেগেটিভ নিয়ে আগে থেকেই বিভ্রান্ত ছিলেন ছেলে৷ তাই ১৮ অগস্ট বাবাকে কোভিড ব্লকে ভর্তি করানোর পরেও দফায় দফায় যান খোঁজ নিতে৷ 'বাবা ভাল আছেন' বলে ১৯ তারিখে তাঁকে প্রায় তাড়িয়েই দেওয়া হয়৷ শুক্রবারও প্রায় একই ধরনের ঘটনা৷ তিনি কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাইলে এক স্বাস্থ্যকর্মী বললেন, ‘‘বৃদ্ধকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি৷’’ অসমের কাছাড় জেলার শ্রীকোণার বাসিন্দা ওই যুবক গোঁ ধরেন, চিকিৎসকের সঙ্গে কথা না বলে ফিরবেন না৷ হইচই শুনে বেরিয়ে আসেন এক নার্স৷ খাতার পাতা উল্টে জানিয়ে দেন, তাঁর বাবা রণেন্দ্র দেব ১৯ অগস্ট মারা গিয়েছেন৷ মৃতদেহ এখন মর্গে রয়েছে৷ কোভিড প্রোটোকল মেনে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে৷

ওই যুবকের বক্তব্য, ‘‘কথাটা শুনে কী করব, বুঝে উঠতে পারছিলাম না৷ বাবা নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল৷’’ তিনি জানান, ‘‘কিছু দিন ধরে বাবার শরীরটা ভাল যাচ্ছিল না৷ শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে জানানো হয়, তিনি নেগেটিভ৷ দু-দিন পরে মেডিক্যাল কলেজ থেকে ফোন করে জানানো হয়, তাঁর ল্যাবরেটরি টেস্টের রিপোর্টও নেগেটিভ৷ নিশ্চিন্ত হন পরিবারের সবাই৷"

১৮ অগস্ট ফের ফোন৷ বলা হয়, তিনি আসলে পজ়িটিভ৷ আধ ঘণ্টার মধ্যে গাড়ি গিয়ে তাঁকে মেডিক্যালে নিয়ে আসবে৷ সারা দিনেও গাড়ি যায়নি৷ শেষে তাঁরাই তাঁকে মেডিক্যালে নিয়ে যান৷

মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ভাস্কর গুপ্ত বলেন, "মৃত্যুর পরই ডাক্তাররা ফোন করে বাড়িতে জানিয়ে দেন৷ এই রোগীর ক্ষেত্রেও চেষ্টা হয়েছিল, ফোনে পাননি৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COVID-19 Assam Coronavirus in India Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE