বিজেপি-তে যোগ দিলেন প্রয়াত সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়তের ভাই বিজয়। বুধবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর উপস্থিতিতে পদ্ম-শিবিরে শামিল হন তিনি। বিজেপি সূত্রের খবর, উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী করা হতে পারে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল বিজয়কে।
বিজেপি-তে যোগ দেওয়ার পরে বিজয় বুধবার বলেন, ‘‘আমার বাবা লেফটেন্যান্ট জেনারেল লক্ষ্মণ সিংহ রাওয়ত সেনাবাহিনী থেকে অবসর নিয়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। সেই সুযোগ আমিও পেলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়ে আমি আপ্লুত।’’